আমাদের কথা খুঁজে নিন

   

চোর হয়ে কি সরকারি চাকরিতে ঢুকতে হয়?

wanna know and show everything I can......
জাতীয় রাজস্ব বোর্ডের চাকরির পরীক্ষার রাতে এবং সকালে বিক্রি হলো পরীক্ষার প্রশ্ন!!!! যারা প্রশ্ন কিনেছে তাদের ১০০% কমন পড়েছে!!! আর যাদের প্রশ্ন কেনার সুযোগ হয়নি তাদেরও মোটামুটি অনেকেই ৮০% এর উপরে উত্তর সঠিক দিতে পেরেছে। তবে প্রশ্ন অনেকে পরীক্ষার আগে পাওয়াতে ৯০% এর উপরে স্কোর করতে পেরেছে। যেখানে প্রশ্ন ফাঁস হচ্ছে সেখানে নিশ্চয় চাকরি পেতে হলে ঘুষ দিতে হবে। আর যারা ঘুষ দিবে তাদেরই চাকরি হবে। এতো টাকা দিয়ে চাকরিতে ঢুকবে যখন তিনি(!!) নিশ্চই তাঁর (!!) ঘুষের টাকা উদ্ধার করেই ছাড়বেন!!!! তার মানে, চোর ঢুকলো চুরি করে চুরি করার জন্য। তাহলে কি সরকারি চাকুরেরা সবাই চোর (বলতে বাধ্য হলাম বলে দুঃখিত)? আর ভবিষ্যতে যদি আমি সরকারি চাকরিতে ঢুকি তাহলে কি আমাকেও চোর হয়ে ঢুকতে হবে শুধুমাত্র চুরি করার জন্যে? এই ধরনের দূর্নীতি আগেও ছিলো, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে!!!!! যেমনটি দেখেছি বিসিএস পরীক্ষার সময় ১০০% প্রশ্ন পরীক্ষার আগে উত্তরসহ ফাস হতে। চুরি করে ঢুকছে চোর, সে চুরি করতেই থাকবে!!!! যারা চোর নয় তাদেরও চুরি করা উচিত নয় কি?? কারন চোর না হয়েও তাদের চোরের অপবাদ সইতে হবে!!!! তবে আমি সালাম জানাই, যারা চুরি করে সরকারি চাকরিতে ঢুকেনি, আর যারা চুরিকার্য থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে তাঁদেরকে। আসলে কি বর্তমানে চুরি না করে সরকারি চাকরিতে ঢুকা যায়?? এর সমাধানইবা কোথায়?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।