আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে ভেবে ভেবে ......................

CONNECTION FAILED
ঘুম এলোনা কাল সারারাত- তোমাকে ভেবে ভেবে, তোমারই ছবি এঁকে- ঘুম এলো না আমার দু চোখে । ঘুম আসেনি কাল সারারাত, আসলে ঘুম এসেছিল কিন্তু আমি তাকে বিদেয় করেছি আমার চোখের কুটির থেকে। কারন কাল তুমি এসেছিলে খুব নীরবে আমার মাঝে। তাই তোমাকে ভেবেছি কাল সারারাত। তোমাকে কাল পেয়েছি আকাশের তারাদের মাঝে, আমি ছাদে উঠেছিলাম তারাদের দেখার জন্য।

সেখানে দেখি তুমি আমার দিকে তাকিয়ে হাসছ। আমি অবাক চোখে তাকিয়ে ছিলাম, যখন বুঝলাম ওটা আমার কল্পনা চোখটা আস্তে বন্ধ হয়ে এলো আমার। না, আমি কাঁদিনি, কিন্তু আমার বুকের ভেতর তোমাকে না পাওয়া ব্যথার নদীটা ঠিকই পাড় ভেঙে দিয়ে গেলো। হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করলো, কি যে দারুন লাগছিলো, যেন উড়ে যাব, পানির ট্যাংকির উপর উঠে দুহাত ছড়িয়ে দাঁড়ালাম! প্রচন্ড বাতাস, বাতাসে টাল মাতাল আমি তবু দাঁড়িয়ে রইলাম, এই অসাধারন মুহুর্ত কিভাবে হাতছাড়া করি? হঠাৎই যেন তুমি পাশে এসে দাঁড়ালে, ঠিক আমি যেভাবে চাচ্ছিলাম। আমার চুলে তোমার স্পর্শ পেলাম মনে হলো।

তোমার হাত যেন আমার সমস্ত মুখমন্ডল ঘুরে বেড়ালো একবার। আমি জানি এটাও আমার কল্পনা। একটা বজ্রের সাথে ঘোষণা দিয়ে বৃষ্টি পড়া শুরু হলো, গায়ে জ্বর আমার, নিচে নামা উচিত ভেবেও আমি নামলাম না, এই সুযোগ কি আর পাবো? ভিজলাম! জ্বর গায়ে বৃষ্টি ভিজলাম, কি যে ঠান্ডা পানি! থর থর করে কাঁপছি, তবু ভালো লাগছে, কেন? আমি যে একা ভিজছি না! আর একজনও যে ভিজছে আমার সাথে! হোক না কল্পনা, এইরকম কল্পনা যদি আর না করতে পারি?! জানি এই কল্পনা আমার কখনও সত্যি হবে না। তবু ক্ষতি কি? একটি রাত তো তুমি এসেছিলে নীরবে আমার কাছে। তুমি কখনও জানবে না আমার এই অনুভব।

জানি একা করে আমায় দূরে চলে যাবে, একাকি আমি তখন এই ছোট অনুভব গুলো খুব করে ভাববো, হাজারো ভীড়ের মাঝে আমি একটু একা থাকতে পারবো তোমাকে ভেবে। আনমনে যদি তুমি কখনও একটু করেও ভাবো আমায় তবে বুঝবে আমি ছিলাম। আমার স্মৃতি হয়তো মনে পড়তেও পারে, ঐটুকু বিশাল পাওয়া বলে ধরে নেব। ভোর হয়ে যাচ্ছে, ঘুম আসছে না এখনও, তোমাকে ভাবছি এখনও, আরও ভাবতে চাচ্ছি, এমন করে যদি আর কখনও ভাবতে না পারি? দূরে পাখি ডাকছে, যেন তোমার কথা তারাও আমাকে বলতে চাচ্ছে !!! পরিশেষেঃ একা হয়ে যাচ্ছি এখন, খুব একা। যেমনটা থাকি সবসময়।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।