আমি উঠে এসেছি সৎকারবিহীন
বুকের সবচে' গভীরে, অন্ধকারে লেপ্টে থাকা ধূসর
অনিদ্রায় দুঃস্বপ্ন দেখিয়ে যায়, বড় বিষণ্ণ!
ইকারুসের ডানা খুঁজে ফেরা
কৃপণ রাস্তায় একা ডুবে যাবার ভীড়ের গন্ধে,
কয়েক ছোপ নীলের অক্ষর, সীসে মেশানো বাতাসে
ভাসায় নামহীন কবিতার শরীর।
বর্ণহীন ছায়াদের আর্তচিৎকারে নাম জেনে নেয়ার প্রয়াসে
বাধ সাধে ঘড়ির কাঁটা ঠেলে এগোন ক্লান্ত সময়;
এখন...
হাঁটু গেড়ে বসবার আমন্ত্রণ দেবে না কেউ;
দু'হাত মেলে প্রার্থনার প্রতিজ্ঞায় বাঁ পায়ে ঠেলে দেয়া
নৈবেদ্য ঘোচাবে না নৈঃশব্দের সুর;
অশ্রুতে রক্ত মিশে যাবে, আগুন জ্বলা ঘামে দু'ঢোক গিলে নেয়া
শীতল উপেক্ষা আছড়ে মারবে আগন্তুকদের;
কালো মেঘের আড়ালের খোঁজে হারিয়ে যাবে
দোমড়ানো বেলুন।
শহুরে একাকীত্বে বৃষ্টি দেবে দীর্ঘতা;
কখনো ধুয়ে দেবে না ক্লেদ, গ্লানি,
স্মৃতি কিংবা অন্ধকার;
ভিজে যাবে না হৃৎপিন্ডের মশাল;
কলমের তেষ্টা মিটবে না;
শুধু সিক্ত হবে শরীর।
তাই প্রতীক্ষায় লাভ নেই;
ঘটবে না কোনকিছু;
কোথাও কিছু নেই,
আসবে না কেউ চেতনায় আঙ্গুল বুলিয়ে দিতে।
এখন সময়
দুহাতে দুঃখ বুকে আঁকড়ে ধরে
একা
বসে থাকবার।
জুন ০৬, ২০১০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।