পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত
কেন দিয়েছিলে হৃদয়?
কী কাজ তার শেখালে না প্রভূ
কেন দিয়েছিলে চোখ
কিছুই হলো না দেখা-কেবলই অন্ধকার
কেন দিয়েছিলে বাহু, জোড়জোড় হাত
আরও কিছু-অনামিকার রঙে প্রণয়পাথর
কেন দিয়েছিলে হাসি, ফাঁসির মতো ঝুলঝুলে-
দাহের আগুনে গেলো জীবন
কেন দিয়েছিলে আত্মা-ছোট্ট খাঁচায়
পারলো না উড়তে, পারে না লাফাতে
তারপর কী হবে? কিছুই জানালে না প্রভূ
কেন দিলে এতোটা অধর? শুধু কী বলার দায়ে
কী কথা অন্য ভাষায়, কিছুই শেখালে না প্রভূ
দিয়েছো উষ্ণতা-গাঢ়লাল
দিয়েছো যৌবন তারও বেশি
শৈশবে হামাগুড়ি, হাটুভাঙা দৌঁড়-দৌঁড়
দৌঁড়াই প্রভূ, কেবলই দৌঁড়াই, আহা রে দৌঁড়!
কোথায় যেতে হবে কিছুই তো জানি না প্রভূ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।