আমাদের কথা খুঁজে নিন

   

ড. মুহম্মদ জাফর ইকবাল

গুণীজন

গভীর রাতে কান্নার শব্দে ঘুম ভেঙ্গে গেল আয়েশা ফায়েজের৷ শঙ্কিত মন নিয়ে তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে এলেন তিনি৷ এসে দেখেন তাঁর মেজো ছেলে ইকবাল কাঁদছে৷ সেই কান্নার শব্দে আস্তে আস্তে বাড়ির সবার ঘুম ভেঙ্গে গেল এবং সবাই উঠে এলেন ইকবালের কাছে৷ ইকবাল কাঁদছে কারণ- আশি বছর পর তাকে মরে যেতে হবে৷ ঘুমাতে যাবার আগে তার বাবা তার হাত দেখে বলেছেন- "তুমি তো দীর্ঘজীবী৷ প্রায় আশি বছর আয়ু তোমার৷" আশি বছর পর সে মরে যাবে, এ কথা ভাবতেই ইকবালের কান্না পাচ্ছে৷ ইকবালের কান্না দেখে তার বাবা আবার তার হাতটা টেনে নিয়ে ভাল করে দেখলেন এবং তাকে সাত্বনা দিয়ে বললেন, 'তুমি একশ বছর বাঁচবে৷' একশ সংখ্যাটি বালক ইকবালের কাছে অনেক বেশি মনে হওয়ায় মুহুর্তেই খুশি হয়ে উঠল সে৷ http://www.gunijan.org.bd http://www.biplobiderkotha.com সেদিনের ইকবাল নামের সেই ছোট্ট ছেলেটিই আজ বাংলাদেশের অন্যতম লেখক মুহম্মদ জাফর ইকবাল৷ যাঁর লেখক হওয়ার কোনো ইচ্ছা ছিল না৷ কিন্তু সেই মানুষটিই লেখালেখি দিয়ে তৈরি করেছেন দেশজোড়া খ্যাতি৷ জাফর ইকবালের প্রথম প্রকাশিত লেখা 'ছেলেমানুষ' নামে একটি গল্প৷ সায়েন্স ফিকশন তিনি লিখবেন এমন কোন ইচ্ছা তখনও মনের গোপনে স্থায়ী বাসা বাঁধেনি৷ 'কপোট্রনিক ভালোবাসা' গল্পটি অল্প একটু লেখা হয়েছে এমন সময়ে বড়ো ভাই হুমায়ূন আহমেদ এলেন, দেখলেন, পড়লেন৷ মুখে বললেন, "তুই নিজে লিখেছিস না ট্রানস্লেট করেছিস?" গল্পটির লেখক উত্তরে জানালেন যে, তিনি নিজেই লিখেছেন৷ বড়ভাই হুমায়ূন আহমেদ ছোটভাই-এর চমত্‍কার লেখায় মনে মনে সেদিনই মুগ্ধ হয়ে বলেছিলেন, "বেশ ভালো হচ্ছে" ওই শুরু৷ কিন্তু 'কপোট্রনিক ভালোবাসা' গল্পটি তখনকার একমাত্র ম্যাগাজিন 'বিচিত্রা'-তে প্রকাশিত হলে এক পাঠক প্রতিবাদ জানায় যে, লেখাটি নকল করে লেখা৷ বিষয়টি জাফর ইকবালের আত্মসম্মানে লাগে৷ আসলে এটি একটি রোবটের গল্প৷ তিনি এর প্রতিবাদ করার জন্য অভিনব পদ্ধতি বের করলেন৷ আরো কয়েকটি সায়েন্স ফিকশন লিখে কপোট্রনিক সিরিজ করলেন৷ নকল করে তো একটা লেখা যায় কিন্তু অনেকগুলো লেখা যায় না৷ বের হলো তাঁর প্রথম গ্রন্থ 'কপোট্রনিকের সুখ দুঃখ'৷ এর পরপরই 'হাত কাটা রবিন'-এর কাজ শেষ করেন৷ তারপর দীপু নাম্বার টু, তিন্নী ও বন্যা, নয় নয় শূন্য তিন, জলমানব, অবনীলসহ আরও অনেক মজার মজার বই শিশু-কিশোররা জাফর ইকবালের কাছ থেকে পেতে থাকে৷ এভাবে শিশু-কিশারদের জন্য একের পর এক বই সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের শিশুসাহিত্যের ভূবনে জাফর ইকবাল হয়ে ওঠেন এক অবশ্যম্ভাবী নাম৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।