আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেশ প্রকাশের দাবি সম্পাদকদের

আতাউর রহমান কাবুল

দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার ও এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকরা। শনিবার এক বিবৃতিতে প্রধান প্রধান গণমাধ্যমের সম্পাদকরা পত্রিকাটির প্রকাশনা বাতিল এবং মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা জানান। বিবৃতিতে তারা বলেন, "সরকারের এই পদক্ষেপ স্বাধীনভাবে বৈধ পন্থায় তথ্য ও মত প্রকাশের অধিকারের ওপর বড় ধরনের হুমকি। পত্রিকা বন্ধ করার এই সিদ্ধান্ত বর্হির্বিশ্বে বাংলাদেশের পরমত সহিষ্ণুতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতি সম্পর্কে নেতিবাচক বার্তা পাঠাবে।" বিবৃতিতে স্বাক্ষরদাতারা হলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক প্রধান সম্পাদক ফয়েজ আহমদ, নতুন দিগন্ত সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আমার দেশ-এর সাবেক সম্পাদক আতাউস সামাদ, যায়যায়দিন-এর প্রতিষ্ঠাতা সম্পাদক শফিক রেহমান, ইনডিপেন্ডেন্ট-এর মাহবুবুল আলম, নিউজ টুডে'র রিয়াজউদ্দিন আহমদ, প্রথম আলো'র মতিউর রহমান, ডেইলি স্টার-এর মাহফুজ আনাম, সমকাল-এর গোলাম সারওয়ার, কালের কণ্ঠ-এর আবেদ খান, অবজারভার-এর ইকবাল সোবহান চৌধুরী, নয়া দিগন্ত-এর সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সংগ্রাম-এর সম্পাদক আবুল আসাদ, ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর মোয়াজ্জেম হোসেন, ইনকিলাব-এর এ এম এম বাহাউদ্দীন, মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন-এর শাহজাহান সরদার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, নিউ এইজ-এর নূরুল কবীর, আমাদের সময়-এর নাঈমুল ইসলাম খান, যুগান্তর-এর সালমা ইসলাম, নিউ নেশন-এর মোস্তফা কামাল মজুমদার, এখন-এর সম্পাদক শওকত মাহমুদ প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।