আমি ভাই জিপসী মানুষ । বাংলাতে যাকেবলে যাযাবর । আমি অলটাইম রাস্তা-ঘাটে থাকি । এখান-সেখান ঘুরে বেড়াই । সমাজের হাল-চিএ অবলোকন করি আর ভাবি ।
আজ এ জগতে থাকি তো কাল ওজগতে,আজ মামার বাড়ী কাল চাচার বাড়ী। কখনো বিজনেস করি কখনো জব । কখনো পড়াশোনা করি কখনো......শ
তুমি চলে গেলে-
হৃদয়ে বড় কষ্ট পাই,
মনে হয় যেন পাশে কিছু নাই ।
তুমি চলে গেলে-
দু'চোখে বড্ড আধার দেখি
ভেবে পাইনা তখন কি করবো আমি ?
তুমি চলে গেলে-
মন বসেনা পড়ার টেবিলে,
তাই ছুটে যায় প্রিয় চেনা ঐ রাস্তার প্রান্তরে ।
তুমি চলে গেলে-
অপেক্ষায় থাকি
কখন আসবে তুমি ?
তুমি চলে গেলে-
শান্ত হৃদয়টা বড় অশান্ত হয়,
টেবিলের খাবার টেবিলে রয় ।
কি বন্ধুরা কি ভাবছো?
ভাবছো আমি আমার প্রিয়ার কথা বলছি ?
আমি তা' বলছিনা,
আমি বলছি বিদূৎ এর কথা ।
ভালো থেকো বন্ধুরা । । ।
H.S.C পরীক্ষায় তোমাদের সাফল্য কামনা করি ।
মো:ইমরান হাশমী
০১৯১৮-৬৩৭৯৩৯
============================
সার্টিফিকেট অর্জন করার নাম শিক্ষা অর্জন নয়,
মনূষ্যত্ব অর্জন করার নাম হচ্ছে শিক্ষা । ।
_______________________________________________
উক্ত লেখাটি আমার নিজের না।
ঢাকা শ্যামলী থেকে সাভারে যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিলাম,
বাস নং: ঢাকা মেট্রো জ ১১০৬২৮ ।
বাসের জানালায় ছাটানো ১টা কম্পোজিং কাগজে লিখা ছিলো এটি।
ভাল লাগাতে লেখকের অনুমতিক্রমে সামুতে হুবহু প্রকাশ করেছি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।