আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুক খোলে গেল কিন্তু আমার ফেইস বুক একাউন্টটা কী আজীবনের জন্য বন্দ হয়ে গেল?

সর্বদা জীবন সংগ্রামে লিপ্ত

সবাই কেমন আছেন? ফেইসবুক খোলে গিয়েছে, এই কথা সবাই শুনেছেন। কিন্তু যে কথাটি শুনেননি তা হল আমার ফেইসবুক একাউন্ট এ লগ ইন করতে পারছি না। আমি গত কিছুদিন যাবত মোবাইলে ফেইসবুক ব্যবহার করি। আমার মোবাইলে Opera এর দুইটি ভার্সন রয়েছে। কখনও কখনও দেখা যায় যে একটিতে ফেইসবুক খুব স্লো তখন আমি অন্য ভার্সন ব্যবহার করে ফেইসবুক ব্যবহার করি।

কিন্তু আমি দুই দিন আগে দেখতে পেলাম যে ফেইসবুকে লগ ইন করতে পারছি না। তখন Full Site এ ক্লিক করে লগ ইন করলাম। এবং কিছু security question এর উত্তর প্রদান করলাম। আজকে সকাল হতে আবার ফেইসবুকে লগ ইন করতে পারছি না। Poxy ব্যবহার করে লগ ইন করতে চেষ্টা করলাম।

কিন্তু দেখা গেল যে, security question চায়। security question এর দুই নম্বর ধাপে আমাকে কয়েকটা ছবি দেওয়া হল তাদের কে চিহ্নিত করার জন্য। কিন্তু দেখ গেল যে, কয়েকটা ছবিতে কোন মানুষের ছবি নেই বরং রয়েছে অন্য কোন ছবি যা আমার ফ্রেন্ডদের এলবামে রয়েছে। কিন্তু কার এলবামে কী ছবি আছে তা আমি বিস্তারিত জানি না। যার কারণে অনেকগুলো ছবিকে নির্বাচন সঠিকভাবে করতে পারি নাই।

এর জন্য মোবাইল কনফারমেশন কোড পাঠানোর কথা বলল। কিন্তু আমি যে মোবাইল দিয়ে ফেইসবুক security একটিভ করেছিলাম তা এখন দেশের বাহিরে। যার কারণে ঐ মোবাইলে যে ইমেইলটি যাবে তা পাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই অবস্থায় আমার কী করণীয়? আশা করি জানাবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।