আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ ২০১০......ফুটবল দলগুলোর ডাক নাম

ফুলটাইম ক্রুয়েল জোকার, পার্ট টাইম সিরিয়াস

বিশ্বকাপের চুড়ান্তপর্বে অংশগ্রহণ করা দলগুলোর ডাকনাম আছে জাননে তো?? দলগুলোর ডাকনাম দেয়া হয়েছে জার্সি, জাতীয় পতাকার রং, জাতীয় প্রতিকৃতি কিমবা বহু বছর ধরে চলে আসা রুপকথা বা পুরাণ এর কাহিনীর উপর নির্ভর করে। এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর ডাকনাম এবং নামের অর্থ নিয়েই এই আয়োজন: দল - ডাকনাম - ডাকনামের অর্থ ১.আলজেরিয়া - লেস ফেনেস - দ্য ডেজার্ট ফক্স (মরু শেয়াল) ২. আর্জেন্টিনা - অ্যানবিসেলেস্তেস - (স্কাই-ব্লু-হোয়াইট)আকাশী-নীল-সাদা ৩.অস্ট্রেলিয়া - সকারুজ - সকার+ক্যাঙ্গারু (সকারুজ) ৪.ব্রাজিল - ক্যানারিনহো বা সেলেকা্ও - লিটল ক্যানারী / সেরা একাদশ ৫.ক্যামেরুন -লায়নস ইনডমিটেবল - ইনডমিনেটেবল লায়ন(অদম্যসিংহ) ৬.চিলি - লা রোজা - দ্য রেড ওয়ান(লালদের দল) ৭.ডেনমার্ক - ডেনিশ ডিনামাইট - ডেনমার্কের ডিনামাইট ৮.ইংল্যাণ্ড - দ্য থ্রি লায়নস - তিন সিংহ ৯.ফ্রান্স - লেস ব্লিউস - দ্য ব্লুজ (নীলদের দল) ১০.জার্মানী - ম্যানসকাফট - দি টিম (দল) ১১.ঘানা - ব্ল্যাক স্টারস - কালো তারোকারা ১২.গ্রিস - টো পেইরাটিকো - দ্য পাইরেট শিপ (জলদস্যুর জাহাজ) ১৩.হণ্ডুরাস - লস ক্যাটরাচোস - দ্য হণ্ডুরানস ১৪. ইতালী - অ্যাজ্জুরী - স্কাই-ব্লু (আকাশী-নীল) ১৫.আইভরী কোস্ট - লেস এলিফ্যান্টস - দ্য এলিফ্যান্ট (হাতিরা) ১৬.জাপান - সামুরাই ব্লুজ - নীল সামুরাই ১৭.মেক্সিকো - এল ট্রাই - জাতীয় পতাকার ৩ রঙের জন্য এই নাম ১৮.নেদারল্যাণ্ড - ওরেঞ্জে - ওরেঞ্জ বা কমলা ১৯.নিউজিল্যাণ্ড - অল হোয়াইট - সব সাদা ২০.নাইজেরিয়া - সুপার ঈগলস - মহাশক্তিধর ঈগল ২১.উত্তর কোরিয়া - চোলিমা - দ্য উইংড হর্সেস (পঙ্খিরাজ-ঘোড়া) ২২.প্যারগুয়ে - লা অ্যালবিরোজা - দ্য হোয়াইট রেড (সাদা-লাল) ২৩.পর্তুগাল - সেলেকা্ও ডাস কুইনাস - ন্যাশনাল টিম অব দ্য ফাইভ ২৪.সার্বিয়া - প্লাভি বা হোয়াইট ঈগলস - দ্য ব্লু(নীল) বা সাদা ঈগল ২৫.স্লোভেনিয়া - মাসেকি - ড্রাগন ২৬.স্লোভাকিয়া - দ্য ফাইটিং জন্ডাস - লড়াকু জন্ডাস ২৭.দক্ষিণ আফ্রিকা - বাফানা বাফানা - দ্য বয়েজ ( বালকেরা) ২৮.দক্ষিণ কোরিয়া - রেড ডেভিলস - লাল শয়তান ২৯.স্পেন - লা ফিউরিয়া রোজা - রেড ফিউয়ারি (ক্ষেপাটে লাল) ৩০.সুইজারল্যাল্ড - সুইজার ন্যাটি - দ্য ন্যাটস ৩১.যুক্তরাস্ট্র - দ্য ইয়াংকিজ - ইয়াংকি ৩২. উরুগুয়ে - খারুয়া বা লা সেলেস্তে - খারুয়া জাতি সবাই ভালো থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।