আমাদের কথা খুঁজে নিন

   

লাশ হয়ে ফিরলেন মীর্জা হাসান(কপি পেস্ট) মানুষ মানুষের জন্য।

* আমি খুজে বেড়াই নিজেকে *

'বাঁচাও, বাঁচাও' করুণ আর্তনাদ আকুতির উচ্চ কণ্ঠের চিৎকার ভেসে আসছে নিমতলী এলাকায়। আগ্নেয়গিরির লাভার মতো আগুন আর আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে সর্বগ্রাসী হয়ে পড়েছে। এই দৃশ্য দেখে নিজেকে স্থির রাখতে পারলেন না হোসেনী ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সেক্রেটারি মীর্জা হাসান সিরাজী। কেঁপে উঠল তাঁর হৃদয়। মানুষজনকে বাঁচাতে হবে।

মানুষজনকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন তিনি। প্রমাণ করে গেলেন, 'মানুষ মানুষের জন্য'। শুক্রবার দুপুর দুইটা। হোসাইনী দালানের মাঠে নামাজে জানাজা হচ্ছিল শিয়া সম্প্রদায়ের। শিয়া সম্প্রদায়ের নেতা হোসেনী ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সেক্রেটারি মীর্জা হাসান সিরাজীরও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নামাজে জানাজায় অংশগ্রহণ শেষে তাঁর সহকর্মীদের কাছে জানা গেল অগ্নিকাণ্ডের সময় তাঁর মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি। সৈয়দ গোলাম হাসান জানালেন, মীর্জা হাসান সিরাজী তো অগ্নিকাণ্ডে পুড়ে মারা যায়নি। তাঁর কথা শুনে বিস্ময়ে হতবাক হওয়ার মতো ঘটনা। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সবার নামাজে জানাজা হচ্ছে। আর তিনি কিনা আগুনে পুড়ে মারা যায়নি।

তাহলে কিভাবে মারা গেছেন ? জানালেন, আগুন থেকে মানুষজনকে বাঁচাতে গিয়ে তিনি লাশ হয়ে ফিরেছেন। ---দৈনিক জনকন্ঠ থেকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।