বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোট আগামীতে রাষ্ট্রক্ষমতায় এলে দেশে আবারও জঙ্গীবাদের উত্থান ঘটবে। দেশ হয়ে পড়বে অস্থিতিশীল। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান প্রধান অতিথি হিসাবে চুয়াডাঙ্গার জীবননগরের দৌলত্গঞ্জ স্থলবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আজ শনিবার বিকাল ৫টায় জনসভায় এ কথাগুলো বলেন।
এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে হলে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।
জীবননগরের গোয়ালপাড়া মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আযম খাঁন চঞ্চল ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোয়েজ্জদ্দীন আহম্মেদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।