আমি শুধু একজনার
আজ বিকেলে স্কুল জীবনের বন্ধু সাথে গিয়েছিলাম আইজি গেইট বাংলাদেশ ব্যাংক কলোনীতে যেখানে কেটেছে আমার জীবনের প্রায় ১৮টি বছর। একটি জরুরী কাজ সেরে আমি নাস্তার প্রস্তাব করলাম। স্থান দয়াগঞ্জের বিখ্যাত কাবাব ঘর। কিন্তু বাধা দিল হিরন। তার প্রস্তাব হলো গেন্ডারিয়ার অন্য একটি দোকান।
ওর কথা অনুযায়ী গেলাম সেখানে। ৪ বন্ধুতে মিলে নাস্তা করলাম ১৭৬ টাকার। রতনকে কিছু টাকা শেয়ার করতে বলায় সে পুরো ১০০ টাকার নোট দিল। আমার ইচ্ছা ছিল ৫০ টাকা রেখে বাকী ৫০ টাকা ফেরৎ দিব কিন্তু কিছু বুঝার আগেই সাদিকও ১০০ টাকা দিল। দোকানদারকে ২০০ টাকা দেয়ায় ২৫ টাকা ফেরত দিল তার থেকে রতনকে দিলাম ২০ টাকা আর সাদিকক দিলাম নিজের পকেট থেকে ২০ টাকা।
ফলে আমার কাছ থেকে লাগলো মাত্র ১৬ টাকা । বিষয়টি সাদিকে বুঝল একটু দেরীতে। কিন্তু লাব কি? পরে অবশ্য অন্য কিছু খেয়ে টাকা উসুল করতে চেয়ে ছিল কিন্তু দফা রফা হলো পরে কোন এক সময় আমি নাস্তার বিল দিব এই বলে। তাই চিন্তায় আছি কত টাকা গচ্ছা দিতে হয় আজকে অতি চালাকির জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।