পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত
এমন মৃত্যু কাউকে দিও না কর্তা
যে শিশু আজও হাঁটতে শেখেনি
মা ডাক ছাড়া যে জানে না কিছুই
তার নিঃস্পাপ মুখের দোহাই
এমন মৃত্যু কাউকে দিও না কর্তা
মেহেদী হাতে যে বোন ছুঁতে পারলো না অনাগত স্বপ্ন
হলুদ শান্ত রঙে যে মাত্র শুনেছিলো- লক্ষী মেয়ে
তার অনামিকার অনাঘ্রাতা আংটির দোহাই
এমন মৃত্যু কাউকে দিও না কর্তা।
যে মা ভাত বেড়ে সন্তানের ঘরে ফেরার প্রতীক্ষায় ছিলো
যে বাবা নতুন একটি কোর্তার স্বপ্ন গোপন করেছিলো
তাদের পুরুষ্ট চোখের আজন্ম নির্ভরতার দোহাই
এমন মৃত্যু কাউকে দিও না কর্তা।
আর কত পোড়াবে কষ্ট থেকে কষ্টলাল স্বপ্ন
আর কত জ্বালাবে আলনায় সাজিয়ে রাখা জায়নামাজ
আর কত বার ধ্বংস হয়ে যাবে পুজোর সন্তবেদী
বিশ্বাসের তাবিজ, বুদ্ধের বোধিমুরতী, খ্রিস্টের ঝুলন্ত দেহ!
সভ্য হতে বলো, আবার নাড়িয়ে দাও স্বপ্নহীনতার ঢিবি
আমরা না হয় অবাধ্য সন্তান, প্রমিথিউস কী তাই!
যদি তাই হয়! আজ না হয় অসভ্যতার তুমুল দোহাই
এমন মৃত্যু কোথাও দিও না, কখনও দিও না
এমন মৃত্যু কাউকে দিও না কর্তা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।