আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি আদম বিপর্যয়ের ঘটনায় অকর্ম্মা নোট

গেরিলা কথাবার্তা

পহেলা জুন বেগুনবাড়ি ট্রাজেডি এবং গতকালকের পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে এ পর্যন্ত নিহতজন- স্বজন হারিয়েছেন যারা- এবং ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের জন্য স্রেফ শোক জানানো একটা মশকরা। সরকার এজন্য আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে- এই শোক ঘোষণায় ক্ষতিগ্রস্থরা হয়তো একটা মেকি সহমর্মিতার প্রলেপ পাবে- কিন্তু সরকারের জরুরী কাজ হল নগর পরিকল্পনা অফিসের শয়তানগুলোকে চিহ্ণিত করা এবং একই সাথে নগরের এইসব অসুস্থ স্থাপনাগুলো চিহ্ণিত করে পরিকল্পিতভাবে ভেঙে দেয়া- এবং দ্বিতীয়ত পুরান ঢাকার এই ধরণের বিরাট দুর্যোগের কারণ চিহ্ণিত করে দেশব্যাপি যাতে এইরকম দুর্ঘটনা আর ঘটতে না পারে- তার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা। একইসাথে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পূর্ণমাত্রায় পুনর্বাসনের ব্যাবস্থা করা এই মুহূর্তের সবচেয়ে বেশী জরুরী কাজ- লোক দেখানো সহযোগিতা আর শোক নয়। প্রয়োজনে যেইসব অকর্ম্মের নাম-বদলের কর্মসূচির জন্য জনগণের হাজার কোটি টাকা গচ্ছা দিতে হচ্ছে- সেইসব ফাজলামোর কর্মসূচি বাতিল করে এইখাতে বাজেট বরাদ্দ করা হোক। একজন মৃত ব্যক্তির নামে হিস্টিরিয়াজনিত যে প্রভূত টাকা অপচয় করা হচ্ছে- তার থেকে জীবিত মানুষের জয়গান করি আসুন। যে বেঁচে আছে- এবং মরনউন্মুখ- তাকে বাঁচাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।