আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুক কেলেঙ্কারিঃ একটা বাকশালী অনুসন্ধানী পোষ্ট

ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে।

ফেইসবুক বন্ধ করে সরকার পড়েছে মাইনকাচিপায়, যদিও ফেইসবুকে ঢোকা যায় প্রক্সি সার্ভারের কৃপায়। নষ্ট হল এনালগ সরকারের ডিজিটাল ভাব মূর্তি, বিরোধী দলগুলো এই সুযোগে করছে এখন ফুর্তি। সরকার ভুল বুঝতে পারল কিন্তু কি করবে হায়? জনপ্রিয়তার এত ধস- কীভাবে ঠেকানো যায়? ‘জনগনকে বোকা বানানো’ একটুও নয় কঠিন, এই কাজটাতো নেতা নেত্রীদের প্রতিদিনের রুটিন।

‘তারেকের উপর দোষ চাপালেই’ হবে কর্ম সারা, এ ব্যাপারে মিডিয়াগুলোও দুই পায়ে খাড়া। দেশদ্রোহীতার মামলা ঠুক তারেক জিয়ার নামে, ফেইসবুককে লাগাচ্ছিলেন তিনি দেশ বিরোধী কামে। যার মাধ্যমে করতে চেয়েছিলেন সরকারের ক্ষতি, আরেকটু হলেই বন্ধ হত দেশের উন্নয়নের গতি। তাই দেশ বাঁচাতে ফেইসবুকটা করতে হল ব্লক, দেশ এখন বিদ্যুত পাবে রাউন্ড দ্য ক্লক। করতে হবে না এখন থেকে পানির জন্য হাহাকার, ফেইসবুকের অনব্লক চাইলে ডাকব তাদের রাজাকার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।