আমাদের কথা খুঁজে নিন

   

তাই আমিও চলছি গেরামের পথে "পাঠকের" পিছে.............



"প্রেম করাতো সহজ কথা নয়, প্রান সজনী" রুনা লায়লায় গানটা আপন মনে শুনতে ছিলাম আর টানছিলাম বিড়ি!! (কয়দিন পর বিড়ির দাম বাইরা যাইবো)আর চিন্তা করছিলাম কিছু বিড়ি স্টক কইরা ফায়দা লইমু!!! হটাৎ চটকানা খাইয়া হাত থেকে জলন্ত বিড়িটা পইড়া গেল। পিছন ফিরা দেখি আমার "পাঠক" ভাইবা পাইলাম না আইজ কেন আমারে চটকানা দিল? চটকানা খাইয়া আমার বিড়ির ব্যাবসা চাংগে!!!!! "পাঠক" খালি কইলো "চল গেরামে যাই গা" আমি কইলাম কিয়ের লাইগা গেরামে যামু? "পাঠক" যা কইলো তা শুইনা, হ হ হ গেরামেই যামুগা কইলাম। এত সুন্দর ঢাহা শহর ছাইড়া যামু? আমার মনটা হু হু কইরা কাইন্দা উঠলো!!!! মন কাঁনবো না কেন? আইজ দালান কাইত হইয়া পইড়া যায়!!!!! কাইল আগুন লাগে বস্তিতে!!!! রাস্তায় হাটলে যে কোন সময় গাড়ীর নিচে পইড়া রুটি হইতে হয়!!!! কোন নিস্তার নাই, বিপদের!!!!!! "পাঠক" চিল্লাইয়া খুঁজতেছে!!!!! কোন হালায় যে ঢাহার নসকা বানাইছিল? তারে পাইলে জিগাইতো? হালার পুত জানস না ঢাহা বাংলাদেশের রাজধানী !!!!!!!!! আমি আর কি কমু? শুধু কইলাম মইরা গেছে আমার জন্মের আগে!!! ছোডু একটা শহরে এত মানুষ? কোন পরিকল্পনা নাই!!!!!! সবাই যার যার মত টাকা ধরতে ব্যাস্ত!!!!!!!! আর মরে আমার মত সাধারন কামলা খাইটা খাওয়া মানুষ!!!!!! দেহার কেও নাই????????????????????? তাই আমিও চলছি গেরামের পথে "পাঠকের" পিছে.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।