আমাদের কথা খুঁজে নিন

   

এখন কম্পিউটার কিংবা মোবাইলে না হলেও জিপিএস থাকবে আপনার চশমায়!

nothing 2 say...

ট্রানসেন্ড ব্র্যান্ডটার সাথে আমরা সবাই পরিচিত, বিশেষত যারা পেনড্রাইভ,জিপিএস ডিভাইস, অডিও ডিভাইস, র‍্যাম, মাস স্টোরেজ ডিভাইস তারা সবাই জানেন এটি কত জনপ্রিয় বিশেষ করে পেনড্রাইভের জন্য। কিন্তু সাম্প্রতিক সময়ে তারা এমন এক জিপিএস ডিভাইস তৈরী করেছে যা কিনা আমাদের দুই চোখের ঠিক সামনে চলবে! এখন আপনারা প্রশ্ন করতে পারেন আরে এটা কোনো কথা হলো, জিপিএস সিস্টিম হোক আর হলে বসে বাংলা সিনেমাই হোক দেখতে হলে চোখের ঠিক সামনেই থাকবে। পিছন দিয়ে তো আর দেখা যায় না। এটা নতুন করে বলার কি হলো? না আপনার ধারনা ভুল আসলেই এই জিপিএস সিস্টেম চোখের এতো সামনে থাকবে যে আপনি আর ডিভা্ইসটির ১ ইন্চিরও দূরত্ব থাকবেনা। এখন আপনারা বলবেন চোখে কি সানগ্লাস পড়ে আছেন নাকি? আমি বলবো হ্যাঁ!?!?!? কারণ ট্রানসেন্ড কোম্পানী জিন অপটিক্সের মিলিত উদ্ভাবনে এক ধরনের সানগ্লাস বের করেছে যা দুনিয়ার প্রথম জিপিএস এনাবল সানগ্লাস।

এটি বিশেষত যারা স্কী(বরফে বিশেষ জুতা দ্বারা চলাচল) করেন তাদের জন্য তৈরী করা হয়েছে। কারণ বরফে অনেক সময় ভ্রমণকারীরা পথ হারিয়ে ফেলেন এবং এত বড় এলাকা বরফাচ্ছাদিত থাকার কারণে হারিয় গেলেও কারও সাহায্য নিতে পারেন না ফলে বরফধ্বস, তুষারপাত, রাস্তা না খুজে পাওয়ার কারণে অনেকে মারাও যান। আবার কম্পিউটার, মোবাইল থাকেও ওই বরফাচ্ছাদিত এলাকায় তা কাজও করে না। তাই সকলের সুবিধার জন্য এই আবিস্কার। একইসাথে এর মনিটরে ব্যাবহারকারীর চলাচলেন গতিবিধি, অবস্থানকৃত জায়গার বর্তমান আবহাওয়া পরিস্থিতি, ব্যববহারকারীর বর্তমান অবস্থান থ্রিডি ভিশনে সানগ্লাসের মনিটরে উঠতে থাকবে।

সানগ্লাসটি এই বছরের অক্টোবরে বাজারে আসবে বলে নিশ্চিত গওয়া গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।