তোমার শরীরের দিকে চাও, মগ্ন হও একবার তোমার শরীরের পানে, কবিতারা ওখানে বসবাস করে অহোনিশি
স্মৃতিগন্ধের তীব্রতা এত বেশী হয় যে
স্মরণাতীতকালের সীমানা ডিঙ্গিয়ে তা পরলৌকিকেও দিব্যি থাকে
যেমন ফসিল তুলে এখনো পাওয়া যায় শতাব্দীর স্মৃতিগন্ধ
ধুপকাঠির গন্ধের মত কি চমৎকার ঘ্রানের বাহার।
একবার দেখেছিলাম তোমার জল রঙের ছবিটা
ঠিক যেনো জল রঙে আঁকা, ঠিক জল রঙে...
তারপর দীর্ঘ দীর্ঘ পথ চলা, কাঁটা মাড়িয়ে কমল তোলা
জীবনকে সাজানোর বাহানায় ধ্বংশ করা এক এক করে
বিবর্ণ সময়গুলোতে কোন কোন বিস্মৃতির ফসিল উঁকি দেয় মনে...
তোমার জল রঙের ছবিটা
আমি নিশ্চিত তোমার জল রঙের ছবিটাই...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।