আমাদের কথা খুঁজে নিন

   

আসুন অনলাইনে একে অন্যর কাজে সাহায্য করি

নতুন নতুন তথ্য দেয়া আমার কাজ

প্রিয় ভাইয়া ও আপুরা সালাম নেবেন। আশা করি ভালই আছেন। আমার অবস্তা ভালোনা । আমরা সবাই জানি যে Online এর মজা একবার যে পায় সে আর কোন দিন online Internet Friends দের ছারা থাকতে পারেনা । আমার ও কাহিনী একই,, ( আমি আশা করি যে এই ব্লগে অনেক পেশার মানুষ অবস্হান করে.. যারা আমাকে সাহায্য কারতে পারবে।

নিয়মঃ আপনারা অনেকেই চাকরি ও ব্যবসা করেন। অফিসে বা বাসা অথবা দোকানে অনেক কাজ করতে হয়। যেমনঃ বাংলা টাইপ / ইংরাজি টাইপ/ ছবি ঠিক করা. ইতাদ্যি যেকোন ধরনের কাজ করতে আমি ইচ্ছুক । পড়াশোনার পাশাপাশি নিজের হাত খরচ ও ইন্টারনেট খরচ চালানোই আমার মূল লক্ষ। আমি দোকানের থেকে কম রেটে এবং কম সময়ে কাজ করে দেব।

আশা করি আপনারা আমার কথা মাথায় রেখে আমাকে কাজের সময় সরন কররেন । বান্দা হাজির.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।