আমাদের কথা খুঁজে নিন

   

২ মে বাম মোর্চার হরতাল

সাভারে শ্রমিক হত্যার বিচার ও নিরাপদ কর্ম-পরিবেশ নিশ্চিত করাসহ নয় দফা দাবিতে আগামী ২ মে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।
আজ শনিবার রাজধানীর তোপখানা রোডে গণতান্ত্রিক বাম মোর্চার অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হরতালের ডাক দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ধ্বংসের ভয়াবহতা বা মৃতের সংখ্যায় রানা প্লাজার ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তবে বাংলাদেশে ভবনধসে বা অগ্নিকাণ্ডে শ্রমিকের মৃত্যু একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ রকম একটি ঘটনারও এখনো পর্যন্ত বিচার হয়নি, দায়ী ব্যক্তিরা শাস্তি পায়নি।

এ কারণে বার বার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তাঁরা বলেন, এ ধরনের ঘটনা নিছক দুর্ঘটনা নয়, এগুলো ধারাবাহিক কাঠামোগত হত্যা, মুনাফার বেপরোয়া লোভের সুনির্দিষ্ট উদ্দেশে শ্রমিকদের ওপর চালানো গণহত্যা।
সংবাদ সম্মেলন থেকে রানা প্লাজা, তাজরীন, স্পেকট্রামসহ এ পর্যন্ত ভবনধস ও অগ্নিকাণ্ডের জন্য দায়ী সব মালিক, ব্যবস্থাপক, ভবন পরিকল্পনাকারী ও অনুমোদনকারীর বিচার করে যথার্থ শাস্তির দাবি জানানো হয়।
তাঁদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি স্বাধীন কমিশন গঠন করে ঝুঁকিপূর্ণ সব কারখানা চিহ্নিত করে সেগুলো বন্ধ ঘোষণা করা; রানা প্লাজা ধসের ঘটনায় নিহত, নিখোঁজ, আহত শ্রমিকদের প্রকৃত তালিকা প্রকাশ; নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে তাঁর সারা জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়া ইত্যাদি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু।

এতে আরও উপস্থিত ছিলেন মোর্চার কেন্দ্রীয় নেতা জোনায়েদ সাকি, মোশাররফ হোসেন, শ্যামল কান্তি দে, হামিদুল হক, আব্দুস সালাম, আব্দুস সাত্তার, বহ্নিশিখা জামালী প্রমুখ। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।