আমাদের কথা খুঁজে নিন

   

ডাচ্-বাংলা ব্যাংকে আজ চালু হচ্ছে ই-লেনদেন



দেশে প্রথমবারের মতো আজ চালু হচ্ছে ইলেকট্রনিক লেনদেনব্যবস্থা (ই-পেমেন্ট গেটওয়ে)। এই গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটে স্থানীয় মুদ্রায় ক্রেডিট কার্ডে লেনদেন করা যাবে। ই-পেমেন্ট গেটওয়ে চালু করছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। আজ সন্ধ্যায় ঢাকায় এর উদ্বোধন হবে। ইলেকট্রনিক লেনদেন চালুর ব্যাপারে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ব্যাংকের সঙ্গে যেসব ওয়েবসাইট চুক্তিবদ্ধ আছে, সেসব সাইট থেকে যেকোনো পণ্য বা সেবার মূল্য পরিশোধ করা যাবে। কার্ডের দায়দায়িত্ব ব্যাংক নেবে। উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে ইন্টারনেটে দেশীয় মুদ্রায় লেনদেনের জন্য প্রয়োজনীয় অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। অচিরেই আরও ব্যাংক ই-লেনদেন চালু করা হবে বলে জানা গেছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।