আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেশ বন্ধে আপনার প্রতিক্রিয়া...



(যারা মতামত প্রদান করেছেন : ০১. ধানসিঁড়ি, ০২. নেকটার, ০৩. দাম, ০৪. মিয়াজী, ০৫. আকাশের তারাগুলি, ০৬. ফাহিম আহমেদ, ০৭, দুলাল১৯৭০, ০৮. কাঙ্গাল মুরশিদ, ০৯. মু. হাবিবুর রহমান, ১০. হা...হা...হা... ১১. ফয়সাল মোস্তফা, ১২. বাংলাদেশী পোলা, ১৩. আড়িপাতা, ১৪. সাদাকালোরঙিন...) সরকার আমারদেশ পত্রিকাটি বন্ধ করে দিয়েছে এবং পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেফতার করেছে । সরকার পত্রিকাটি বন্ধ করে এবং পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেফতার করে কী ঠিক কাজটি করেছে ? প্রিয় ব্লগার বন্ধুরা, সরকারের উক্ত কার্যক্রমের আলোকে আপনার প্রতিক্রিয়া প্রদান করন.... মতামত ০১.ধানসিঁড়ি অনিবার্য সংঘাতের দিকে ধেয়ে চলেছে দেশ ০২.নেকটার বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে সরকার ও বিরোধী দল থাকবে স্বাভাবিক। আবার মিডিয়ার জগতেও সরকার পক্ষ ও সরকার বিপক্ষও থাকতে পারে। সরকার যদি মনে করে থাকে সরকারের বিপক্ষে কোন মিডিয়া অবস্থান নিয়েছে তবে সরকারের উচিত ঐ মিডিয়ায় কোন বিষয়ে সরকারের বিপক্ষে লিখছে বা বলছে তা খুঁজে দেখা এবং সেই আলোকে সরকার সংশোধন হওয়া এবং সরকার পক্ষের মিডিয়ার মাধ্যামে তার সঠিক উত্তর দেওয়া।

কিন্তু সরকারের বিপক্ষে অবস্থান নিলেই মিডিয়া বন্ধ করে দিতে হবে এটা একেবারে গণতন্ত্রবিরোধী মনোভাব। এতে দেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়। আমরা আশা করব সরকার এধরনের গণতন্ত্রবিরোধী কাজ থেকে বিরত থাকবে এবং বন্ধ করা মিডিয়াগুলো অনতিবিলম্বে আবার চালু করার ব্যবস্থা করবে। ০৩. দাম ইতিহাসের সবচে বড় শিক্ষা হল ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহন করে না ।

০৪. মিয়াজী সরকার বাকশালী মনোভাবের পরিচয় দিয়েছে। ০৫. আকাশের তারাগুলি সর্প যখন ফনা তোলে তখন পিটিয়ে মারতে হয়। ০৬. ফাহিম আহমদ বাকশাল জিন্দাবাদ। ০৭. দুলাল১৯৭০ comment by : ফাহিম আহমদ বলেছেন বাকশাল জিন্দাবাদ। ০৮. কাঙ্গাল মুরশিদ সরকার বাকশালী মনোভাবের পরিচয় দিয়েছে।

০৯. মু. হাবিবুর রহমান তারিক স্বাধীন মত প্রকাশের অধিকার হরণের এই সিদ্ধান্তকে আমরা ধিক্কার জানাই । ১০. হা...হা...হা... আমার মনে হয় আমার দেশ একটি ফাউল পত্রিকা। এটা সর্ম্পুণরুপে বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছিল। এটাকে পত্রিকা বলেই আমার মনে হয়নি কখনো। কিন্তু পত্রিকাটিকে বন্ধ করে দেয়াও আমি সাপোর্ট করি না।

এটা সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাব। সরকারকে এমন একটি বাজে সিদ্ধান্তের জন্য ধিক্কার জানাই। ১১. ফয়সাল মোস্তফা সরকার যা শুরু করেছে তা একনায়কতন্ত্রের সামিল...এসব বন্ধ করা উচিত... ১২. বাংলাদেশী পোলা এই সব বোকা মন্ত্রীরাই ৭৫ এ শেখ মুজিব আর তার পরিবারকে মৃত্যুর মুখে ঠেল দিয়েছিল। একই ভুলের পুনরাবৃত্তি। ১৩. আড়িপাতা now BNP should have to called for continue strike.there is no other way to stop BAKSHAL. ১৪. সাদাকালোরঙিন মিডিয়ার কন্ঠ রোধ করা কোন গনতান্ত্রিক কাজ নয়।

তবে সেই সুযোগে মাহমুদুর রহমানের মত ষড়যন্ত্রকারী, ব্যবসার জন্য সাংবাদিক সাজা ভন্ডকে নিয়ে গুনগান করার কোন যুক্তি নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।