নামটা মনে রাখবেন ১। তোমার ঠোঁটের পেয়ালা এগিয়ে ধরো! এক চুমুক চুমু পান করবো। ২। আমি বললাম, "হাই", সে বললো, "ফুটেন" কী যে দুঃখ পেলাম রে বনলতা সেন! ৩। আমি জানি না সেদিন কী মনে করে আমার ফেসবুক দেয়ালে লিখলাম, "আমি নিম গাছ" আমার দেয়ালের একাকী স্ট্যাটাস। এর কী ব্যাখ্যা হতে পারে? কী সন্দেহ থাকতে পারে আমার উন্মাদনার! কেউ দেখলো না তাই নিমের মত- তেতো মন নিয়ে নিজ স্ট্যাটাসে লাইক দিই। তবু কারো চোখে পড়েনি। ৪। হৃদয়ে জ্বলজ্বলায়মান কষ্ট, কেড়ে নিয়েছিলে প্লেটের শেষ রোস্ট ও!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।