আমাদের কথা খুঁজে নিন

   

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরী, এখনও কি তোমার আসমান ভরা মেঘে…

You can't buy love on eBay.

রাত আর পোহাবেনা, অনেক আশা ছিল এবার রাত পোহাবার পর একটা সোনালী ভোর পাব। ডিজিটাল শব্দের একটা মন মাথানো সৌরভ বাংলার আকাশকে মাথিয়ে রেখেছিল। আজ সেই সৌরভ এতটাই বিষাক্ত যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। নবাব সিরাজৌদল্লার সেই কথা আজ মনে পড়ছে “বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা…” কিন্তু কে বাংলাকে মুক্ত করবে, সবাই যে মীর জাফর আলী খাঁ’র মত বেইমান। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়টাকে একটা ট্রানজিট ধরে জাতি অনেক আশা নিয়ে এই আওয়ামী সরকারকে ক্ষমতায় বসায় (যদিও তৎকালীন সেনা সখ্যতার বিষয়টি অনেকে উড়িয়ে দেন না)।

কিন্তু এরা যে এখনও সেই আওয়ামী লীগ সেটা আবারও প্রমাণ করে যাচ্ছে। ভালই হয়েছে হয়ত, নতুন প্রজন্ম যারা ডিজিটাল স্বপ্নে বিভোর ছিল(অনেককে বলতে শুনেছি এটা নাকি এখন দুঃস্বপ্ন) যারা আওয়ামী লীগ ও বাকশাল বিষয়ে জানত না তারা এখন সঠিক ইতিহাস জানতে পারবে। শক্তিশালী বিরুধী দল আর শক্তিশালী মিডিয়া নাকী দরকার গণতন্ত্রকে মজবুত ভীত দেয়ার জন্য। ক্ষমতাসীনরা অবশ্য সবসময় শক্তিশালী বিরুধী দল আর শক্তিশালী মিডিয়ার বিপক্ষে। বাংলাদেশে তো শক্তিশালী বিরুধী দল আর শক্তিশালী সরকার বিরোধী মিডিয়াও নাই।

চ্যানেল ওয়ান, ফেস বুক আর আমার দেশ কি এত শক্তিশালী মিডিয়া ছিল যে সরকার এদের ভয়ে ভীত, যে কোন উপায়ে এদের বন্ধ করতে হবে। আমরাতো জানতাম সবসময় আওয়ামী লীগ মিডিয়া সমর্থন বেশি পেয়েছে। আওয়ামী ঘরনার অনেক ব্লগারকে দেখলাম একুশে টিভির প্রসংগ এনে সরকারের এখনকার বিষয় গুলোকে যথার্থ বলার চেষ্টা করছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যারা রাজনীতি এত বুঝিনা কিন্তু একটু হলেও সচেতন আমরা মনে করি এগুলো তাদের নোংরামী। এই নোংরামী গুলো আমাদের ভবিষ্যতকে আরও অন্ধকারচ্ছন্ন করে তুলবে।

আমাদের রাত আর পোহাবেনা কারণ আমাদের আকাশে এত ঘন কালো মেঘ যা সূর্যের পক্ষে কখনো ভেদ করা সম্ভব না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।