জল পর্ব
জলের মাঝে মরণ আছে, তা জেনেও আমি
প্রতিনিয়তই ছুটে যাই মরণের কাছে।
কারণ, আমি অসম্ভব মৃতু্য ভাবনা করি।
আচ্ছা, উত্তাল জলে কী জীবন থাকে? শুনেছি
জীবনও ভেসে বেড়ায় এঁকেবেকে সেই জলে!
দেখেছিও হয়তো সেই জল-জীবনের খেলা।
এখন সে দৃশ্য খুব একটা মনে পড়েনা।
জলকে সোমত্ত্ব কন্যা ভেবে থাকি, কখনোই
ফেরাতে পারি নি তঁার নিশুতি কালীন ডাক।
কখনো শান্ত শীতল জল, কখনো উত্তাল
দু'জলের ভাষাই তরজমা করে দেখেছি
ওই জলের মাঝেই বান্ধা আমার মরণ
আদতে শিখি নাই আমি জলের সন্তরণ।
void(1);
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।