আমাদের কথা খুঁজে নিন

   

এটাই-তো স্বাভাবিক! ফ্যাসিজমের এই প্রাকটিস !



এটা বাংলাদেশ ও বাংলাদেশীদের নিয়তি । এখানে অতীত থেকে কেউ শিক্ষা নেয়না বলে যে প্রবাদটা চালু আছে , তাতে কিছু ভুল আছে । রাজনীতিবিদ নামের পেশাদারদের সম্পর্কে সাধারণ মানুষের এটা একটা মারাত্মক ভুল ধারনা । বাংলাদেশের রাজনীতিবিদ পেশাদারেরা এটা ভালো করে জানে সব ধরনের লুটপাট-জুলুম-ফ্যাসিজম আর মজা লুটবার মেয়াদকাল পাঁচ বছর । পাঁচবছর পর ক্ষমতা ছাড়তে হবে এটা মোটামুটি নিশ্চিত ।

মেয়াদকালের এই পাঁচটা বছর নির্বিঘ্নে নিরুপদ্রবে ব্যবসার লাভ জমানোর জন্য যা যা করা দরকার, সব কিছু তারা করবেই । হয়তো বলতে পারেন, কেন, তারা তো ভালো কাজ করলে পরের নির্বাচনে আবার জনগন তাদের ভোট দিবে !!! হাস্যকর আর অবাস্তব এই আশাবাদ । বাংলাদেশে এটা কোনদিন সম্ভব হবে বলে মনে করিনা । এখানে ট্রেডিশন হয়ে গেছে, কোন সরকার একবারের বেশি থাকতে পারবেনা । এদেশের কুলাংগার রাজনীতিবিদদের রাজনৈতিক দলগুলোর পক্ষে কোনকালেই সম্ভব হবেনা জনগনের মন জয় করে পরপর দু মেয়াদে নির্বাচিত হওয়া ।

তারচে' এটাই সহজ পদ্ধতি । এক মেয়াদে যতটা পারা যায়, জিঘাংসা আর ফ্যাসিজমের চূড়ান্ত প্রাকটিস করে নেয়া । তবে, তারপরেও শেষকথা রয়েই যায় । সীমা অতিক্রম করা কোন কালেই কারো জন্য ভালো হয় নাই । আমাদের আগের প্রজন্ম ১৫ আগষ্টে ফেরাউনের পতন দেখেছে ।

আমরা আরেকটা ১৫ আগষ্ট দেখতে পেলে সম্ভবত খুব বেশি আনন্দিত হয়েই যাবো ! ওয়ার্নিং টু বাকশালের বংশধর, আওয়ামীলীগ ফ্যাসিজম !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.