আমাদের কথা খুঁজে নিন

   

মন থেকে উঠে আসছে শুধুই তীব্র ঘৃণা...অভিসম্পাত...ছি ছি ছি



সারাদিনের নোংড়া খেলা শেষে অবশেষে বন্ধ করেই দেয়া হলো 'আমার দেশ' এবং আর কিছুক্ষনের মধ্যে গ্রেফতার করা হচ্ছে সময়ের সবচেয়ে সাহসী এবং সৎ মানুষটিকে। তার অপরাধ সে সরকারের অপকর্মকে খুচিয়ে খুচিয়ে বের করেছে, বি ডি আর এর অপ্রকাশিত তদন্ত রিপোর্ট ধারাবাহিকভাবে প্রকাশ করছে। তাদের এই নোংড়া এবং ফ্যাসিবাদি চরিত্র দেখে মন থেকে শুধুই ঘৃনা উঠে আসছে...মন থেকে অভিশাপ দিচ্ছি যেন এই নোংড়ামীর সাথে যারা জড়িত তারা সবাই ধ্বংস হয়ে যায়। জীবনে যদি একটা ভালো কাজের জন্যে কোন সওয়াব আমার নামে আল্লাহপাক লিখেন সেইটুকুর বিনিময়ে হলেও আমি চাই তিনি যেন আমার এই অভিশাপ শোনেন... মাহমুদুর রহমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না সেটা উনি বারবার বলেছেন...আর তাই উনি অফিসে অপেক্ষা করেছেন গ্রেফতার হবার জন্যে... আসুন, একজন ভালো, সৎ এবং সাহসী মানুষের জন্যে দোয়া করি... আল্লাহপাক যেন তাকে হেফাযতে রাখেন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।