অসম্ভবের উদ্দেশ্যে ধাবমান একজন মানুষ !!!
সরকার যা খুশী তাই করবে নাকি। আমরা টাকা দিয়ে ইনন্টারনেট ব্যবহার করি, প্রধানমন্ত্রী বা অন্য কারো টাকায় ব্যবহার করি না। আমাদের টাকায় যখন আমরা ব্যবহার করি সেখানে তৃতীয় কোন অপশক্তির হস্তক্ষেপ কোনভাবেই কাম্য নয়।
আমরা স্বাধীন দেশের নাগরিক। ১৯৫২ সালে আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়ায় আমরা রাজপথে নেমেছিলাম, ১৯৭১ এ আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি।
আর এখন আমাদের এই স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে। ভবিষ্যতে আরও হবে। যে সরকার ২/৪ টা লিংক এর কারনে এতবড় একটা সামাজিক নেটওয়ার্ক ব্যান করে দিতে পারে, তারা আর যাই করুক, দেশকে ডিজিটালাইজ করতে পারবে না। মুখে যতই ডিজিটাল ডিজিটাল করুক, এসব অকাল কুষ্মান্ডদেরকে দিয়ে অন্ততপক্ষে দেশের প্রযুক্তিগত কোন উন্নতি সাধন সম্ভব না। আমার বড় সন্দেহ হয়, ঘুণে ধরা আমাদের মন্ত্রী পরিষদের কতজনই বা বোঝেন ফেইসবুকের উপকারিতা কি, কিংবা এর জনপ্রিয়তা কত বিশাল।
এসব গোয়ার গোবিন্দদের কারনেই আমাদের দেশে সাবমেরিন কেবল এর কানেকশন আসতে এত দেরি হয়েছে। এরাই যদি প্রযুক্তির কথা বলে, তাহলে সেটা প্রহসন ছাড়া আর কি বলুন।
কিছুই বলার নেই, এটা নাকি গণতান্ত্রিক দেশ। আর ফেইসবুক বন্ধ করা হল গনতন্ত্রের নমুনা, আসুন আমরা সরকারের আবিষ্কৃত নতুন গনতন্ত্রে উদ্বুদ্ধ হই... ফেইসবুক বন্ধের মত এমন যুগোপযুগী সিদ্ধান্ত যেই আমলার মস্তিষ্ক হতে এসেছে, সেই নালায়েক মস্তিষ্কের বন্দনায় মুখরিত হই.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।