আমার জগত শুধুই তোমার
" তোমার খোলা হাওয়ায় লাগিইয়ে পালে "
গতকাল রাতে তোমাকে নিয়ে অনেক আনন্দ করেছি
কিন্তু আমি একা আমি একা একা ,
কিন্তু জানো ? আমি ত একা ছিলাম না
সারারাত তোমার খোলা হাওয়া নিয়ে আর আকাশ বাতাস কে নিয়ে
দিব্বি মজা করেছি, হি হি
কি হাসছ????????????? মানে কি????? তাই না???
মানে হল এই বাতাসের সাথেই আমি মিশে গেছি এই আলোর সাথেই
মিশে আছি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়
কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
গুন গুন করে এটাই গেয়েছি আর গিটার টা আমাকে তোমার উপস্থিতি টের
পাইয়েছে
আমি মানুষ চেয়েই করেছিলাম ভুল। ।
তুমি ছিলে শুধু রঙ করা পুতুল
আমার ভুল ভাঙাতে ধূলো হয়ে
পড়লে যে তাই ভেঙে
আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে । ।
আনন্দ আর নেই গো যেখানে
শুধু মুখের হাসি সাজিয়ে রেখে
কাজ কি সেখানে ।
।
এই বুকের জ্বালা বুকেই গোপন করে
বলো লাভ কি হবে নকল মালা পড়ে
যখন সাজানো মনের উপর
পর্দা দিলে টেনে
আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে । ।
শুভ জন্মদিন সোনা আমার টিয়া আমার সোনাটিয়া
২১ - ০৫ - ২০১৩ কিন্তু আমি নেই ।
তোমাই আমাই
তোমারই রয় দীপ অ্যান্ড মিয়াও (সঞ্চিতা )
বি ঃ দ্রঃ ভুল হলে মাফ করবেন কেনোনা কোন চাপা আর্তনাদ কে
চাপিয়ে রাখা খুব কঠিন , বেচে থাকা আর না থাকা সমান আমার কাছে
তাই এই পৃথিবী থেকে চাওয়ার নেই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।