আপাতত ঘুরপাক খাচ্ছি!
১। এবং এরপর
এবং এরপর শুরু
আগে যা ছিল সব এখন ইতিহাস
পুরনো ইতিহাস ঐতিহ্যের দিকে
আর দু'কদম না পিছিয়ে
আমরা সন্মুখে যাবো সৃষ্টি দেখবো
বৃষ্টি মূখর রাত দেখবো
দিন দেখবো পিঙ্গল আকাশে।
এবং এরপর উপমা সব ভুলে যাবো
নব উপমায় সাজাবো পৃথিবী
আকাশটা ধরো হবে নীল জমিন
ঝর্ণারা আকাশ, সাগরের নীলপট উপুড়
আমরা দুপুরের বুকের ভিতর
সাই সাই ধাই ধাই করে হেঁটে যাবো।
আমরা এক সাগর আজলায় ভরে
একশ নদী হাতে পুরে চলবো
মাথায় থাকবে মেঘমন্দ্র সলিল তাজ
পৃথবীর 'পরে আমরা সম্রাট সম্রাজ্ঞী
আমাদের কোন দুঃখ থাকবে না
কষ্ট থাকবে না, কোন ভুল স্মৃতি
কোন টুকরো মেঘ থাকবে না।
আমাদের পৃথিবী হবে অবারিত সবুজ
আমাদের পৃথিবী হবে আলোকোজ্জ্বল
আমাদের পৃথিবীতে একটা বৃক্ষ থাকবে
একটা পত্র থাকবে উত্তর দক্ষিণে
একটা হাওয়া বিহঙ্গ দশ দিগন্ত ভেদ করে
একান্ত সাগর নদী ছেদ করে উড়ে চলবে।
এবং এরপর আমাদের পৃথিবী হবে
এক চঞ্চল পায়ের চন্দ্র ময়ূর
ক্ষণেক্ষণে সুর ভৈরবীর তানে
জোছনার গানে পাখনা মেলবে।
২। আবার
ভেঙ্গেছে ময়নামতির চর
ঢেউয়ে ভাসছে ত্রিচাল ঘর
ভালবাসার দেউড়ি ভূমি
বৃষ্টি এসে ভাসিয়ে নিয়েছে
তোমার আমার বসত জমিন।
রাত্রিগুলো জমাট ধূসর
বেদনায় পাড় ভাঙ্গা নদী
কান্নার কালশিটে চোখ
আমরা চোখ থেকে চোখ
মুখ থেকে মুখের বোল
হারিয়েছি দিনের পর দিন।
আমরা ভুলে ভালে
ফুলে ফলে সাজিয়েছি বাসর
আমরা ত্যাগ তিতিক্ষায়
গড়েছি ভুল তাজমহল।
আমরা ছেড়েছি বসতভিটা
বহুদিন ঘুরে ঘুরে বেদে জীবন
বহুদিন ঘুরে ঘুরে কাঙাল মন
তাই হাঁটছি আবার মিলনের পথে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।