তৃতীয় বিশ্ব নয়, বাংলাদেশকে দেখতে চাই প্রথম বিশ্বের কাতারে
এতদিন জেনে এসেছি বাংলাদেশ মুসলিম দেশ। এ দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। কিন্তু এ দেশে বিভিন্ন ধর্মাবলম্বি জনগোষ্ঠির শান্তিপূর্ণ বসবাস বহুবছরের। কিছুদিন আগেও শুনেছি বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত হতে যাচ্ছে। কিন্তু এবার তো তারচেয়েও একধাপ এগিয়ে গিয়ে মৌলবাদী দেশ হিসেবে পরিচয় পাচ্ছে।
কিছুদিন আগে পাকিস্তান ফেসবুক নিষিদ্ধ করেছিল। তখন আমরাই এর সমালোচনা করেছি মৌলবাদী সিদ্ধান্ত বলে। কিন্তু সরকার আজ ফেসবুক বন্ধ করে আমাদের পরিচয় মৌলবাদী হিসেবে নিশ্চিত করল।
যারা সেকুলারের কথা বলে তারাই আবার মৌলবাদী সিদ্ধান্ত নিতে পিছপা হয়না। কি নির্লজ্জ আমরা!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।