আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুক চালু হবে



তিনটি সংযোগ থেকে আপত্তিকর ছবি, কার্টুন ও মন্তব্যগুলো সরিয়ে নেওয়া হলেই সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুক বাংলাদেশে আবার চালু হয়ে যাবে। গতকাল সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ২৬ জন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের সঙ্গে বৈঠক করে এ রকম একটি পরিকল্পনার কথা জানিয়েছে। তবে সমস্যা হচ্ছে, এগুলো সরিয়ে নিতে পারে একমাত্র ফেইসবুক কর্তৃপক্ষ। বিটিআরসি গত রবিবার ফেইসবুক কর্তৃপক্ষকে এ বিষয়ে সহযোগিতার জন্য ই-মেইলে চিঠি পাঠায়। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত সে চিঠির কোনো জবাব মেলেনি।

এ অবস্থায় ফেইসবুক চালু করার বিষয়টি আরো বিলম্বিত হবে, নাকি আপত্তিকর ওইসব বিষয়গুলো বহাল রেখেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে_এ নিয়ে কর্তৃপক্ষ দোটানায় রয়েছে। এদিকে গতকাল পাকিস্তানের আদালত সে দেশে ফেইসবুক চালু করার নির্দেশ দেওয়াতে বাংলাদেশেও বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। মঙ্গলবার (আজ) ফেইসবুক আবার চালু করার সম্ভাবনা কতটুকু_এ প্রশ্নে বিটিআরসির একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠকে জানান, চালু করা হবে এ কথাটি জোর দিয়ে বলা যাচ্ছে না। আবার চালু করা হবে না, তাই বা বলি কী করে। যেকোনো সময় এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসান মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে গতকালের বৈঠকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে বিডিকম অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ সাবি্বর উপস্থিত ছিলেন। তিনি কালের কণ্ঠকে জানান, বিটিআরসি তাদের ফেইসবুকের যে তিনটি সংযোগের কথা জানিয়েছে, এর একটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বিভিন্ন মন্তব্য, কার্টুন এবং ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ রয়েছে। কোনো একটি গ্রুপ এর পেছনে রয়েছে। একটিতে রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কার্টুন। ফেইসবুকের আরো অনেক সংযোগে বিরোধী দলের নেতা খালেদা জিয়াসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপত্তিকর ছবি, কার্টুন, তাঁদের সম্পর্কে মন্তব্য ছিল, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো বিষয় ছিল।

এর অধিকাংশ থেকে এসব আপত্তিকর বিষয় সম্ভবত সংশ্লিষ্ট অ্যাকাউন্টধারীরা দ্রুত সরিয়ে ফেলেছে। বিশেষ করে একজনকে গ্রেপ্তার ও এ বিষয়ে কর্তৃপক্ষের কঠোর অবস্থান তাদের এগুলো সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেছে। সুমন আহমেদ সাবি্বর বলেন, 'ফেইসবুকের যে কয়টি সংযোগে এখন আপত্তিকর বিষয় রয়েছে, সে সব সাইটে হিট হচ্ছে বেশি। বাংলাদেশে ফেইসবুক বন্ধ থাকলেও বিশ্বের প্রায় সব দেশেই তো এটা চালু রয়েছে। এখন ফেইসবুক কর্তৃপক্ষ যদি এগুলো বন্ধ করে দেয়, তাহলে সমস্যার সমাধান হয়ে যায়।

তবে আমি মনে করি এসব কারণে ফেইসবুক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। ' ফেইসবুক কর্তৃপক্ষকে আবার চিঠি : এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, বিটিআরসি থেকে গত রবিবার ফেইসবুক কর্র্তৃপক্ষের কাছে ই-মেইলে যে চিঠি পাঠানো হয়, তাতে সঠিক পথ অনুসরণ করা হয়নি। ফেইসবুকের কেউ অপব্যবহার করলে বিশেষ একটি অ্যাবিউজ অপশন থেকে তা কর্তৃপক্ষকে জানানোর ব্যবস্থা রয়েছে। গতকাল বিটিআরসিসহ দুইটি আইআইজি ম্যাঙ্গো টেলিকম ও বিটিসিএল থেকে ওই অপশনে নতুন করে অভিযোগ সংবলিত পৃথক বার্তায় ফেইসবুক কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে। পাকিস্তানে ফেইসবুক চালুর নির্দেশ : পাকিস্তানের লাহোর হাইকোর্ট গতকাল সে দেশের টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে ফেইসবুক চালুর নির্দেশ দিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবর, লাহোর হাইকোর্টের বিচারপতি এজাজ চৌধুরী গতকাল এ সংক্রান্ত এক মামলার রায়ে এ আদেশ দেন। রায় ঘোষণার সময় ওই বিচারপতি আদালতে বলেন, 'আমরা তথ্যপ্রাপ্তির অধিকার থেকে জনগণকে বঞ্চিত করতে চাই না। ' তিনি একই সঙ্গে সরকারকে ইন্টারনেটে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার বিষয়গুলো বন্ধ করার জন্য প্রযুক্তিগত ব্যবস্থা নিতেও পরামর্শ দেন। রায় ঘোষণার পর পাকিস্তানের টেলিকমিউনিকেশনস্ অথরিটির পক্ষে বলা হয়, আমরা ফেইসবুক চালু করার জন্য আদালতের নির্দেশের কপি পাওয়ার অপেক্ষায় রয়েছি। প্রসঙ্গত, হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগ এনে মুসলিম আইনজীবীদের একটি দল গত ১৯ মে লাহোর হাইকোর্টে ফেইসবুক বন্ধের জন্য রিট করলে ৩১ মে পর্যন্ত আদালত ওই ওয়েবসাইট বন্ধ রাখতে সরকারকে নির্দেশ দেন।

গতকাল একই আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।