আমাদের কথা খুঁজে নিন

   

এন এস ইউ ওয়াইরলেস ফোরাম (NORTH SOUTH UNIVERSITY WIRELESS FORUM)

আমরা বর্তমানে বসবাস করছি বিজ্ঞান আর প্রযুক্তির বেড়াজালে ঘেরা এক পরিবেশে। এই পরিবেশ এর ধর্ম এবং কর্ম দুইটাই অনেক মজার। টিকে থাকতে হলে দরকার নতুন কিছুর আবির্ভাব অথবা দরকার পুরনো কে আঁকড়ে ধরে উচ্চ শিখরে নিয়ে যাওয়া। আর এই সব কাজের জন্য যা দরকার হয় তা হল চর্চা। চর্চা করার জন্য দরকার কর্মশালা সাথে একটি দল যাদের অক্লান্ত পরিশ্রম আর মনোবল প্রয়োজন।

ঠিক এরকমই একটি দল এর কথা আজ বলবো। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এর এন এস ইউ ওয়াইরলেস ফোরাম (NSU WIRELESS FORUM)।  এটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাব যার কাজ হল বিজ্ঞান আর প্রযুক্তির এই প্রতিযোগিতায় এন এস ইউ কে এগিয়ে নিয়ে যেতে অবদান রাখা। এন এস ইউ এর অনেকগুলি ক্লাব এর মধ্যে এটি অন্যতম একটি। যার যাত্রা শুরু হয় ২০০৫ সালে।

শুরু হয় একটি দলের পথচলা। যাদের মেধা শ্রম একাগ্রতা শুধু একটি লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যাতে এন এস ইউ কে তুলে ধরতে পারে। এই লক্ষ্য সামনে রেখে ওয়াইরলেস ফোরাম এর কাজ শুরু হয়। যারা এই দলটি শুরু করেন তারা হলেন শাব্বির আহমেদ,এ এস এম আসিফ ইকবাল,শারমিন রুমানা সাহাবুদ্দিন,আব্দুল কাদের মুস্তফা,ইফফাত আলাম মিসু,নোমান মোহাম্মেদ। প্রকৌশল বিভাগ এর ছাত্র ছাত্রীদের জন্য প্রধানত ক্লাবটি হলেও সব বিভাগ এর শিক্ষার্থীরাও এতে যোগদান করে।

কারন মেধা সীমাবদ্ধ হতে পারেনা। সবার মেধাই প্রয়োজন একটি জাতি অথবা গোত্রের বিকাশ এর জন্য। ওয়াইরলেস ফোরাম এর কাজ হলো টেলিযোগাযোগ ইন্ডাস্ট্রি এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রযুক্তির যে  জগত সেই জগত এর সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়া যাতে এই দুই জায়গার মধ্যে কোন দূরত্ব না থাকে। এছাড়াও এই ক্লাব সদস্যদের ওয়েব ডেভেলপমেন্ট,এনিমেশন প্রজেক্ট,প্রগ্রামিং,মাইক্রকন্ট্রোলার এর উপর অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে। এই মহৎ উদ্দেশের পেছনে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের ও একান্ত সহযোগিতা আছে।

তাদের দিকনির্দেশনা সব সময় শিক্ষার্থীদের সাহায্য করেছে তাদের মনের ভেতর থাকা সেই সুপ্ত প্রতিভা ফুটিয়ে তুলতে। ওয়াইরলেস ফোরাম প্রতি বছর অনেক সেমিনার,প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা,ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, টেলিম্পিয়াড আয়োজন করে। প্রতিযোগিতায় দেশের সকল বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এছাড়াও ওয়াইরলেস ফোরাম প্রতি বছর অনেক আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার জন্য ভলান্টিয়ার হিসেবে কাজ করে এবং ইভেন্ট প্রমশন এ গুরুত্বপূর্ণ অবদান রাখে। ওয়াইরলেস ফোরাম এর প্রতিযোগিতাগুলো হয় আন্তঃ বিশ্ববিদ্যালয় ভিত্তিক।

ওয়াইরলেস ফোরাম ২০১০ সাল থেকে শুরু করে এন এস ইউ এর আরেকটি অন্যতম প্রতিযোগিতামূলক ইভেন্ট "Tech fiesta"। এছাড়াও ওয়াইরলেস ফোরাম প্রতিবছর সাময়িকী প্রকাশ করে টেলিযোগাযোগ ও প্রজুক্তি বিষয়ক গবেষণায়। ওয়াইরলেস ফোরাম তার প্রতিটি সদস্যকে শিক্ষা দেয়  কিভাবে একনিষ্ঠ হতে হয় কিভাবে নিজের সীমাবদ্ধতাকে জয় করে সামনে এগিয়ে যেতে হয়,কিভাবে একটি পরিবারের মতো একসাথে মিলে কাজ করতে হয় আর এই ওয়াইরলেস পরিবার তাদের সব সদস্য মিলে প্রতিবছরই মজার মজার অনেক ভ্রমন,পিকনিক এর আয়োজন করে। যথেষ্ট সহযোগিতা না থাকলেও  এই পরিবার এর সংখ্যা বাড়ছে, বাড়ছে প্রতিযোগিতা কিন্তু থেমে নেই ওয়াইরলেস ফোরাম। তাদের মূল লক্ষ্য মাথায় রেখে এগিয়ে চলেছে ভবিষ্যতেও এগিয়ে চলবে।

এটি একটি পরিবার যা শিক্ষা দেয় কীভাবে একসাথে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। "দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ" এই কথাটা ওয়াইরলেস পরিবারের সবাই মাথায় রেখে কাজ করে। এরকম একটি সুন্দর পরিবারের  সদস্য হওয়া সবার জন্যই গৌরবের।
 
 

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।