আমাদের কথা খুঁজে নিন

   

হে আল্লাহ!! তুমি আমাদেরকে মাফ করো



ফেসবুক সরকার বন্ধ করছে কিছু সময়ের জন্য,এই টা আমিও মানি না।আমাদের অধিকারে আঘাত করা টা উচিত হয়নাই। তার জন্য অবশ্য পত্রিকায় দেখলাম বিভিন্ন মানব বন্ধন কর্মসুচি হচ্ছে...ভালো কথা কিন্তু ডেনমার্ক কুত্তার বাচ্চারা আমাদের মুসলমানের ধর্মের উপর এত বড় আঘাত আনল আমরা এর জন্য কি করলাম? আমাদের পবিত্র কোরআন শরীফ কে অবমাননা করলো এইটা নিয়া তো মনে হয় না কিছু করলাম? আমি নিজেই নিজেরে ধিকার দিচ্ছি আমিই বা কি করলাম? .......................................................................................................................................... .......................................................................................................................................... হে আল্লাহ!! আমরা তোমার কাছে মাফ চাই কিছুই করতে পারছি না আমরা শুধু মন থেকে ঘৃনা দেওয়া ছাড়া। আমাদেরকে তুমি হেদায়েত নাজিল করো।আমরা নবীজীর সুন্নত ও কোরান শিক্ষা থেকে অনেক দুরে চলে গেছি,আমরা গোমরাহ হয়ে যাওয়ার কারনে আমরা আজ কিছুই করতে পারছি না। ....................................................................................................................................... ....................................................................................................................................... হে আল্লাহ তুমি আমাদের এই গোমরাহি থেকে মুক্ত করো।তোমার কিতাব কে যারা এইভাবে অবমাননা করছে তাদেরকে এমন শাস্তি দাও, যে শাস্তি কোনো মানুষ দেখে নাই,শুনা নাই,এমন কি কল্পনা ও দেখে নাই।এই আমাদের ফরিয়াদ। আমাদের মুসলমানদের মধ্যে এক্যতা আনার তৈফিক দান করো...আমিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।