বাংলা আমার...................
এক রাজা যায় ঘুরে ফিরে
আরেক রাজা আসে
রাজাদের ছল চাতুরী দেখে
বিবেক মোদের হাসে।
সব রসুনের একই পাঁছা(গোরা)
প্রবাদ এতে দেখি
দেশ দরদী নেতাদের হায়!
সব দরদ ই মেকি।
এক লুটেরা লুটে গেলো
আবার এলি তোরা
চেঁটে-পুটে সব খেলি যে
কি খাবো আর মোরা?
বক্তৃতা আর বিবৃতিতে
ফলাস দেশে সোনা
দুর্নীতিতে ভরে গেছে
দেশের সকল কোনা।
মোদের ঘামের টাকা দিয়ে
গাড়ী-বাড়ী হাকাস
না খেয়ে যে মরলো কতো
একটি বার কি তাকাস।
জনগনের ঘাম ঝরিয়ে
দুর্নীতি সব পালিস
বিচারের দিন আসলো কেবল
পিঠে বাঁদিস বালিশ। । ।
______________________
_______________
_________
স্বপ্নবাজ
মতিউর রহমান মিঠু
২০'সেপ্টেম্বর-২০০২ ইং
যাত্রাবাড়ী,ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।