আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ বলেছে বৃষ্টি হবে



মেঘ বলেছে একটু পরেই তুমুল বৃষ্টি নামবে, একটু পরেই ইস্টিশনে রেলগাড়িটা থামবে। একটু পরেই জল ভরা গাঙ নাচবে দারুণ ছন্দে, কালো মেঘের ফেনার কাছে রোদ হেরেছে দ্বন্দে। কাগজ কেটে পাল তোলা নাও বানিয়ে নাও, ভাসবে, একটু পরেই নদী ঘরের কাছাকাছি আসবে। একটু পরেই বোয়াল মাছের ঠোটে ঝুলবে বড়শি, ইরি ধানের খেতে সাঁতার কাটবে পাড়াপড়শী। একটু পরেই খাতায় খোকা ব্যাঙের ছবি আঁকবে, পুকুর পাড়ের সংলাপে ব্যাঙ তোমাকে ঠিক ডাকবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।