কতো কী করার আছে বাকি..................
এই বিষয়টাই বুঝলাম না। আমাদের কি খালি এক ধর্মীয় অনুভূতিই আছে। আর কোন অনুভূতি নাই। কেউ কিছু করলেই জাত গেলো জাত গেলো বইলা চিল্লানির লোকের অভাব হয় না।
ধর্মের বিরোধীতা কেউ করতেই পারে।
তাতে কি হয়। পরকাল আছে না। ইহকালেই এসবের বিচার হইতে থাকলে পরকালের কী হইবো। এই রাষ্ট্র ব্যবস্থার লোকেরা খুন-বেশ্যা বৃত্তি সব জারি রাখছেন। আবার ধর্মও ফলাইতেছেন।
রোকেয়া লিখছিলেন- কবে মুসলমান মানুষ হবে। লিখছিলেন রসনা বিলাস প্রবন্ধে। বলছিলেন মুসলমানদের উচিত খাওন দাওন কমায়া ইশ্বর বন্দনা করতে।
এক ফেসবুকে কে কি করলো-তার জন্যে ধর্ম গেলো বইলা চিল্লানির লোকেরা যদি মুসলমান হয় তাইলে বড়ো ভাবনার বিষয়-তারা মানুষ হবে কবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।