আমাদের কথা খুঁজে নিন

   

লর্ডসের অনার্স বোর্ডে শাহাদাত

তাশফী মাহমুদ

আনুষ্ঠানিকতার অপেক্ষা করল না বাংলাদেশ দল। ফিল্ডিং থেকে ফিরে দুই ওপেনারকে ব্যাটিংয়ে পাঠানোর আগেই ড্রেসিংরুমের অনার্স বোর্ডে টুকে দেওয়া হলো শাহাদাত হোসেনের নাম। খেলোয়াড়দের ইনজুরি-টুরি হলে যে লিউকোপ্লাস্ট ট্যাপ দিয়ে ব্যান্ডেজ বাঁধা হয়, তারই এক টুকরো বোর্ডে সেঁটে দিয়ে তাতে লেখা হলো, ‘২০১০...শাহাদাত হোসেন...বাংলাদেশ...৫-৯৮। ’ লর্ডসের মাঠে সেঞ্চুরি করলে বা ৫ উইকেট পেলেই যে নাম উঠে যায় সম্মানসূচক অনার্স বোর্ডে, সেটা জানতেন শাহাদাত। তার ওপর পাঁচ বছর আগে লর্ডসের অভিষেক টেস্টটাও মাথায় ছিল তাঁর।

১২ ওভারে ১০১ রান দিয়ে ওভার-প্রতি সবচেয়ে বেশি ৮.৪১ করে রান দেওয়ার রেকর্ডটা সেই থেকে তাঁর সঙ্গী। এবারের লর্ডস টেস্টে তাই দুটো লক্ষ্যই ছিল শাহাদাতের—পাঁচ বছর আগের শাপমোচন এবং অনার্স বোর্ডে নাম তোলা। কাল সেই দুই লক্ষ্যই একই তীরে বিদ্ধ করার পর শাহাদাতের খুশিটা ভাষায় প্রকাশ করার মতো নয়, ‘কী বলব...বলার কিছু নেই! লর্ডসে ৫ উইকেট পাওয়া অনেক বড় সম্মান। খুবই ভালো লাগছে...। ’ এমনিতেই খেলা শেষ হওয়ার আগে মিডিয়ার সঙ্গে ক্রিকেটারদের কথা বলার প্রচলন নেই।

কিন্তু শাহাদাতের ৫ উইকেট পাওয়া এতই বড় অর্জন যে সেই নিয়মটা আর টিকল না। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বাংলাদেশের ব্যাটিংয়ের সময়টাতে কথা বলার সুযোগ করে দিলেন দিনের নায়কের সঙ্গে। তাঁর আগে ড্রেসিংরুমে সতীর্থদের অভিনন্দনে সিক্ত হয়েছেন তিনি। ড্রেসিংরুমে গিয়ে বাংলাদেশের এই পেসারকে অভিনন্দন জানিয়ে এসেছেন লর্ডস টেস্ট দেখতে আসা বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামালও। ইনিংসে ৫ উইকেট পাওয়ার কৃতিত্ব এর আগেও তিনবার ছিল শাহাদাতের।

২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে, ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং এ বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে। তবে আগের তিনটি ৫ উইকেটই দেশের মাটিতে, বিদেশের মাটিতে পেলেন এই প্রথম। পাঁচ বছর আগের দুঃস্মৃতির কারণেই এবারের লর্ডস টেস্ট অনেক বড় চ্যালেঞ্জ হয়ে এসেছিল শাহাদাতের জন্য। একটু ভয়ও ছিল হয়তো। তবে পরশু অ্যালিস্টার কুকের প্রথম উইকেটটা নেওয়ার পরই সেই ভয়টা কেটে যায় তাঁর, ‘চেষ্টা ছিল ভালো খেলার।

কুকের প্রথম উইকেটটা পাওয়ার পরই মনে হয়েছিল, আগেরবার খারাপ খেলেছিলাম, এবার ভালো খেলব। ’ কিন্তু গত কিছুদিন শাহাদাতের ভালো বোলিং যে অনেকটা আশরাফুলের ভালো ব্যাটিংয়ের মতো! এক-দুইটা ম্যাচ ভালো হওয়ার পরই আর খুঁজে পাওয়া যায় না সেটা। চট্টগ্রামে ভারতের বিপক্ষে ৫ উইকেট পাওয়ার পর লর্ডস টেস্টের আগে ৬ ইনিংস বল করে উইকেট পেয়েছেন মাত্র ২টি! আর খারাপ সময়ে যেটা হয়, সমালোচনার স্রোত বয় সব দিক থেকে। শাহাদাতের বিরুদ্ধে তো মাঠের বাইরে উচ্ছৃঙ্খল জীবনেরও অভিযোগ উঠেছিল! ব্যাপারটা শাহাদাতও জানেন। জানেন, কীভাবে এই সময় থেকে বের হতে হয় সেটাও, ‘যখনই বাদ পড়েছি ভালো খেলে ফিরে এসেছি।

সব সময় ভালো খেলার চেষ্টা করি। কপালে থাকলে কেউ কোনো দিন আমাকে আটকাতে পারবে না। বাদ পড়লে আবার ভালো খেলে ফিরব। আমার আত্মবিশ্বাস এখন আগের চেয়ে অনেক বেশি। ’ লর্ডস টেস্টের প্রথম ইনিংসের বলটা ড্রয়িংরুমের শোকেসে সাজিয়ে রাখতে পারলে শাহাদাতের আত্মবিশ্বাস বাড়ানোর টনিক হিসেবে কাজ করবে সেটা প্রতিনিয়ত।

তবে আম্পায়ার অশোকা ডি সিলভার কাছে তাৎক্ষণিকভাবে চেয়েও বলটা হাতে পাননি বাংলাদেশের এই পেসার, ‘আমি বলটা চেয়েছি। তবে এখনো পাইনি। আম্পায়ার অশোকা বলেছেন, পরে দেবেন। ’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।