আমাদের কথা খুঁজে নিন

   

আমার কবি কবি ভাবের কবিতা - ২

দুনিয়া জুরে খালি প্রবলেম। তাই সকলের একই কাজ প্রবলেম সলভিং

এটি একটি ধর্মিয় কবিতা। এর শেষ ছয় চরন সুরা ক্বদর এর অর্থ থেকে নেয়া। প্রথমের আট চরন ভাব আনার চেষ্টা। ইহা একটি সনেট লিখার চেষ্টা আমার।

তবে সনেট হোক বা না হোক ভাব ধারা তা আমার মনের। ক্বদরের রাত তোমার তরে করিতে চাই ইবাদত, উৎসর্গ করিতে চাই সবকিছু আজ, জীবন ছোট ; করতে হবে ইবাদত। যেতে হলে জান্নাত, পেতে হলে সোয়াব, ভালো চিন্তা রেখে, দূর করব ইরাদা নাপাক। আর আছে পুন্য রাত, ক্ষুদ্র ও খোয়াব। রাহমানুর রাহীম , আল্লাহর নে নাম।

কুরান নাযিলের রাত্রি যে ক্বদর, এই রাত্রি সম্পর্কে হয়ো না বেখবর। ছোঁয়া যায়না এই রাত্রিকে দিয়ে দাম। ফেরেশতা উজ্জ্বল ধরা , বলেন রব শান্তিই শান্তি থাকিবে সময় আগ ফজর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।