আমাদের কথা খুঁজে নিন

   

১০৪ এ আটকা পড়েছিলাম অনেকক্ষণ; কাহিনী কিছুই বুঝিনি...


এই নিকটা আমার না হয়ে খালেদা জিয়ার হলে এতক্ষনে দেশের নানা জায়গায় প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল শুরু হয়ে যেতো। বিএনপির স্থায়ী কমিটির সদস্যগন পাশাপাশি বসে জানাতেন, এটা সন্দেহাতীতভাবে সরকারের কাজ। তাদের ষড়যন্ত্রেই এমন হচ্ছে। এটা তাদের বাকশালী মানসিকতার বহিঃপ্রকাশ। সরকার চায়না মানুষের কাছাকাছি আমাদের নেত্রীর বক্তব্য পৌছুক।

এবং সরকার আমাদের হিট চায়না। তাই এই ব্যাবস্থা করে রেখেছে। ভাগ্য ভালো এটা শেখ হসিনার নিকও না। হলে মতিয়া, সাহারারা কোমর বেধে নামতেন। পিছিয়ে থাকতো না, নানকরাও...চোখ বন্ধ করে হুশিয়ারী উচ্চারন করতেন, এইভাবে দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা চালাবেনন।

ভোট ও ভাতের অধিকার যেভাবে খর্ব করেছিলেন এখন একই উপায়ে মানুষের আসা যাওয়া মত প্রকাশের ক্ষেত্রেও বিশৃঙ্খলা তৈরির পরকিল্পনা করছেন। মনে রাখবেন, জনগনের আস্থায় নির্বাচিত এই সরকার বিশৃঙ্খলা দমনে বদ্ধ পরিকর। যাই হোক। আল্লাহ করে মঙ্গলের জন্যই করে। বাগ্যিস এই নিকটা আমার করে দিয়েছে।

তাই একটা বড় বিপদ এবং সমূহ সংঘাত থেকে দেশ বাচঁলো। এবার আসল কথায় আসি, গতকাল রাত থেকে আমার এই পোষ্ট ১০৪ হিট এ আটকা পড়ে আছে। একই লেখা বারবার দেখাচ্ছে, ১০৪ বার পঠিত। কিন্তু এর পরও কমেন্ট হচ্ছে। পাল্টা জবাবও দিচ্ছি।

কিন্তু ১০৪ আর আমাকে ছাড়েনা। এখন আমার এই এতোগুলো হিট কে ফিরিয়ে দেবে? আমি জানিনা কাহিনী কী? দোষ কোথায়? আমার না ব্লগের? নাকি এই পোষ্টের? আচ্ছা, মডুরা কী ব্রাজিলের সমর্থক নাকি? আলোচ্য পোস্ট : Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।