আমাদের কথা খুঁজে নিন

   

আমার এক বন্ধুর ভালবাস ও তার পরিণতির কবিতা.......

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

ভালবাসায় মগ্ন করে মনটাকে উল্টে পাল্টে, নেড়ে চেড়ে টেনে হিচড়ে, নগ্ন করে আমার ভেতর বাহির ভগ্ন করে আজ তুই প্রাসাদে আর আমি বিষাদে। আজ তুই প্রাসাদে আমি বিষাদে আমার ভেতর বাহির কান্নায়, রাত ঢলে অশ্রু-বন্যায় আমাকে আধো থেকে পুরো, আবার যুবক থেকে বুড়ো করে আমার গোলপাতা ঘেরা মনটাকে গুড়ো গুড়ো করে, চুর-চুরো করে আজ তুই প্রাসাদে আর আমি বিষাদে। আজ তুই প্রাসাদে আমি বিষাদে নিজেকে শতাব্দির সাগরে ভাসিয়ে আমাকে ক্ষুদ্র লগ্ন করে আমাকে উল্টে পাল্টে, নেড়ে চেড়ে, টেনে হিচড়ে ভগ্ন করে আজ তুই প্রাসাদে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।