অসুস্থ নগরে একটু সুস্থতার খোঁজে ...........
রেপিডশেয়ার, মেগাআপলোড আর হটফাইল থেকে প্রায়ই বিভিন্ন ফাইল ডাউনলোড করে থাকি আমরা। কিন্তু প্রিমিয়াম একাউন্ট না থাকায় তা হয়ে দাঁড়ায় দু:সাধ্য একটি কাজ। বিষয়টিকে আরো সহজ করে দেয় ভিপিএস (VPS), যাতে থাকবে রেপিডলিচ নামক একটি স্ক্রীপ্ট। যে স্ক্রীপ্টে সেটআপ করা থাকবে তিনটি প্রিমিয়াম একাউন্ট (রেপিডশেয়ার, হটফাইল ও মেগাআপলোড) । ইচ্ছেমত ফাইল ডাউনলোড করার স্বাধীনতা।
আরেকটি স্ক্রীপ্ট থাকবে যার নাম টরেন্টফ্লাস্ক। যার কাজ হলো সার্ভারে টরেন্ট ফাইল ডাউনলোড করা, যেটি দিয়ে আপনি টরেন্ট ফাইল (যেমন উবুন্টুর আইএসও) নামাতে পারেন সার্ভারে। পরে আপনার সুবিধামত ডাউনলোড করতে পারবেন। সার্ভারে আছে রিজিউম করার সুবিধা। পাওয়ার কাট হলেও ফাইল হারানোর ভয় নেই।
আমরা দুই বন্ধু এমন একটি সার্ভার কিনতে চাচ্ছি । যাতে তিন-চারজন ইউজার থাকবে, দিতে হবে মাসে মাত্র 700 টাকা করে। ভেবে দেখুন তিনটি প্রিমিয়াম একাউন্ট, টরেন্ট ফাইল ডাউনলোড করার অপসন মাত্র 700 টাকায় কে দেবে আপনাকে ? যারা দেশের বাইরে আছেন তারা পে-পালের মাধ্যমে টাকা দিতে পারবেন।
আর যদি অনেকেই আগ্রহী হন তবে আমরা বেশী স্পেস, ব্যান্ডউইডথের সার্ভার নিতে পারি।
যারা আগ্রহী তারা আমাকে পিএম করতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।