আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম রাত, যদিও প্রায় শেষ রাত

আমি নিজের সম্পর্কে লিখতে গেলেই অসম্ভব নার্ভাস ফিল করি। মানুষ নিজের ব্যাপারে বড়ই প্রশংসাশীল জীব। কে জানে নিজের অজান্তেই নিজের কি প্রশংসা করে ফেলি।

বিষযবস্তু আর তেমন কিছুই নয়। আসলে ব্লগটা যে ক্যানো খুল্লাম তাই এখন ভাবছি।

কথার তো আর কোনো শেষ নেই। কতো কিছু লিখবো ভেবেছিলাম, কৈ?? এখন তো দেখি মাথায আর কিছুই আসেনা !!! যাক, সময় দেই দেখা যাক কি হয়। ফটোগ্রাফি-তেও একসময় মনে হতো আমি কিছুই পারিনা, আমাকে দিয়ে কিছুই হবেনা। আমাকে যারা চেনেন তারা অবশ্য জানেন আমি এখনো এমন কিছুই পেরে ফেলিনি আর অদূর ভবিষ্যতে পারব এমন আশাও সুদূর পরাহত। অনেক রাত, যাই দেখি নিদ্রাদেবীর কোমল পরশ আমায় কোন স্বপ্ন সৃষ্টি করতে দেয় কিনা।

সকাল থেকেই তো আমি আবার যন্ত্‌রমানব, মানুষের ভীড়ে, জীবিকার তাড়নে। শুধু এই অনাহারী রাতটাই হয়তো সত্য, আর সব মায়া। সত্যি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। সত্যিই কি? তাহলে তো অনাহারী ঐ পথশিশুরাই হত সুকান্ত। যাই হোক, সাহিত্য কপ্‌চিয়ে লাভ নেই, সুকান্তের জীবনী আমারও জানা নেই।

আমি বরং স্বপ্ন সৃষ্টি করি গিয়ে, নান্নার মোরগ পোলাও এর স্বপ্ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।