আজ চাঁদের সাথে আড়ি দেবো ;
যদি তুমি না আসও।।
আজ চাঁদের আলো ডেকে দেবো
যদি পাশে না বসও ।
মোর জ্যোছনা ভেজা নিশি কানন
শূণ্য হঠাৎ লাগে কেমন ;
কুহু কুহু কাঁদে কেয়া ;
নীবর যেন প্রাণ পাপিয়া ;
মুহু মুহু কাদে হৃদয় আর
কাদে বিরহী পবন ।
বুলবুলি আর শ্যামা ,টিয়া ডাকে না তো
প্রিয়া প্রিয়া ।।
আজ চাঁদের সাথে আড়ি দেবো ;
যদি তুমি না আসও।।
আজ চাঁদের আলো ডেকে দেবো
যদি পাশে না বসও ।
প্রিয় কবি নজরুল স্মরণে
রচনাকাল : ২৪.০৫.২০১০ ইং
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।