আসুন পুরোটা জানার চেষ্টা করি, অল্প জেনে বেশী বলে না ফেলি।
“ধ্বংস এমন প্রত্যেক মিথাবাদী ও অসদাচারীর জন্য যাহার সামনে আল্লাহ্-এর আয়াত পাঠ করা হয় এবং সে তাহা শুনিতে পায়। তারপর পূর্ণ অহংকার ও দাম্ভিকতা সহকারে নিজের কুফরীর উপ্র এমন শক্ত হইয়া দাঁড়ায়, যেন সে উহা শুনিতেই পায় নাই। এইরূপ ব্যাক্তিকে যন্ত্রনাদায়ক আযাবের সুসংবাদ শুনাইয়া দাও। আমাদের আয়াতসমূহের কোন কথা যখন সে জানিতে পায়, তখন সে উহাকে বিদ্রূপ ও ঠাট্টার বিষয় বানাইয়া লয়।
এই ধরনের প্রতিটি লোকের জন্যই রহিয়াছে আপমানকর আযাব। তাহাদের সামনেই জাহান্নাম রহিয়াছে। তাহারা দুনিয়ায় যাহা কিছুই অর্জন করিয়াছে তন্মধ্যে কোন জিনিসই তাহাদের কাজে আসিবে না, তাহারা আল্লাহকে বাদ দিয়া যাহাদিগকে নিজেদের পৃষ্ঠপোষক বানাইয়া লইয়াছে তাহারাও তাহাদের জন্য কিছু করিতে পারিবে না। তাহাদের জন্য নির্দিষ্ট রহিয়াছে বড় আযাব। এই কুরাআন পুরাপুরি হেদায়েতের কিতাব।
যেসব লোক নিজেদের রব্ব-এর আয়াতগুলিকে মানিয়া লিতে অস্বীকার করিয়াছে তাহাদের জন্য কঠিন জ্বালাদায়ক আযাব রহিয়াছে। “
--সুরা আল-জাসিয়াহ্ –আয়াত ৭-১১
আসুন আমরা আল্লাহর কিতাব থেকে শিক্ষা গ্রহন করি।
--ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।