যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে
করিডোরে আড্ডা আর সেশনাল রেখে তাস খেলা,
ক্যান্টিনের বাসী কেক আর বৃষ্টিতে ভিজে চা,
কিছু না ভেবে দলবেধে হারিয়ে যাওয়া,
হঠাৎ চোথায় সিরিয়াস,ভুল বুরেট রিডিং,
ওএবির সরু পথে অগোচরে স্মোকিং,
নস্টালজিক ফ্রেমে আটকে আছে ইদানিং।
জমানো গল্পে ভুলে যেতাম নিয়মের প্রহর,
রাত বাড়লেই নির্ঘুম যেন ছোট্ট এই পলাশীর প্রান্তর।
এরপর?
এখন শুধুই স্মৃতি বাড়ানো,অতীত রোমন্থন,
ফু্রিয়ে গেছে সব আজ,নেই আগের সেই বন্ধন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।