আমাদের কথা খুঁজে নিন

   

১ সিনেমায় ১২ জন ডিরেক্টর!!!!

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
ইদানিং তরুণদের মাঝে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর বেশ ঝোকঁ দেখি । আর এই ডিজিটাল যুগে এতো এতো চ্যানেলের ভিড়ে সিনেমা বানানো , নাটক বানানো সুযোগ বাড়ছে । তাই এখন সবার মাঝেই চলচ্চিত্রকার হবার এটা প্রবণতা এসেছে ।

দেশে এখন অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রের উপর গ্রাজুয়েশন করারও সুযোগ এসেছে , সব মিলে একটা বলা যায় চলচ্চিত্রের জয় জয়াকার । এই জয় জয়াকারের আগে আমি কয়েকটি স্বল্পদৈর্ঘ্যের চলচচ্চিত্র বানাইছিলাম । আজ হঠাৎ সেই গল্প মনে এলো । ২০০২ সালের শেষের দিকে , খুব ব্যস্ত চলচ্চিত্র সংসদ কর্মী তখন । চলচ্চিত্র নিয়ে অনেক কাজ করলাম কিন্তু কোন সিনেমা বানানো তো হলো না , ইচ্ছে হলো একটা কিছু করি ।

যেভাবে সেই কাজ । ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আমরা ১২ জনের একটা দল হলাম । আর আমি হলাম বুড়ো ধাড়ি । আর সাথে আছে ১ জন বন্ধু বাকি ১০জনই জুনিয়র । ১২ জন মিলে একটা ৫ মিনিটের ছবি বানানো হলো ।

সেই ছবির ফানডিং থেকে শুরু করে স্ক্রিপ্ট পরিচালনা পুরোটাই ছিল একটা অদ্ভুত টিম ওয়ার্ক । এই মাত্র ৫ মিনিটের ছবি আমাদের সাথে কাজ করেছিল ১২ জনের বাইরে সিনেমাটোগ্রাফেতে টুকু ভাই (টুকু থন্দকার) , এ্যাডিটিং এ রিপন খান আর মিউজিক করেছিল রাহুল দা (রাহুল আনন্দ), শিল্প নির্দেশনায় সব্যসাচী হাজরা । ছবিটি এসেছিল "ছবি বানাই" এর ব্যানারে । আর এটি প্রদর্শতি হয়েছে তিনটি আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে । দুটি ঢাকার চলচ্চিত্র উৎসব আরেকটি বার্লিন চলচ্চিত্র উৎসবের ট্যালেন্ট ক্যাম্পাস সেকশনে ।

ছবির নামটা দিয়েছিলাম circle.(আবর্ত) , মানুষের জন্ম মৃত্যু ভালোবাসা এমনভাবেই জীবনকে দশটিভাগে ভাগ করে স্টিল প্রপ্স দিয়ে তৈরী । পুরো ছবিতে কোন লাইভ চরিত্র ছিল না । সেফ্র এ জার্নি অফ লাইফ । কিন্তু দুঃখজনক বিষয় হলো এই ছবিটির কোন কপি এই মুহুর্তে আমার কাছে নেই । পরিচালকরা হলেনঃ Askiq ,Arif,Masum, Mishu,Jhony,Bitu, Tito ,Lisa,Sujon,Zahir,Rodela & Rashedul Hafiz ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।