আমাদের কথা খুঁজে নিন

   

কাজ ও আয়ের গ্যারান্টি সহ বাংলাদেশে ফ্রীল্যান্স জব ট্রেনিং

এম এয়াকুব চৌধুরী, সিইও, এ ওয়াই জেড এক্সপ্রেস সার্ভিসেস

বাংলাদেশে থেকেই ফ্রীল্যান্স জবের মাধ্যমে ডলার আয়ের ট্রেনিং নিন। ট্রেনিং এর শুরু থেকেই কাজ ও আয়ের গ্যারান্টি আছে। অনেকেই আমাকে জিগ্গাসা করেন আমি কেন গুলশান বনানীতে বড় অফিস নিই না। আমি বলি: ১২ বছর ধরে যিনি ইন্টারনেট মার্কেটিং করছেন, তার গুলশান বনানীতে অফিস, আর বিগ্গাপনের বাহার লাগে না । মনে রাখবেন, চকচক করিলেই সোনা হয় না ।

বাংলাদেশে এখন অনেকেই ইন্টারনেট আয়ের ট্রেনিং দেন। ওনাদের অনেকেই আমার কাছ থেকে ট্রেনিং নিয়েছেন। ওনাদের চকচকে অফিস আর বিগ্গাপনের বাহার আছে, কিন্তু অভিগ্গত নাই। ইন্টারনেট আয়ের ট্রেনিং নিয়ে, অভিগ্গতা ছাড়া, ট্রেনিং করানো যায় না। তারা আপনাকে কাজ ও দিতে পারবেন না ।

কারন তাদের নিজেদেরই কাজ নাই। তারা শুধু ট্রেনিং দিয়ে আয় করেন, কাজ করে আয় করেন না। মনে রাখবেন, চকচক করিলেই সোনা হয় না । বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আবার অনেকে বিশ্বাস করেন না যে ইন্টারনেটে আয় করা যায়।

ওনাদের বলি ভুলে যাবেন না যে গুনী জনেরা বলে গেছেন - যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই; পাইলেও পাইতে পার, অমুল্য রতন। মনে রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যে কেউ এ কাজ করতে পারেন। যখন ইচ্ছা যতক্খন ইচ্ছা করতে পারেন। স্বল্প শিক্খীত উচ্চ শিক্খীত চাকুরীজীবি ছাত্র ছাত্রী ব্যবসায়ী সবার জন্য পার্ট টাইম ও ফুল টাইম এর কাজ আছে।

রেজিষ্ট্রেশন ও কপি পেষ্টের কাজ আছে। ট্রেনিং ফি ও সময়: ফ্রীল্যান্স ডাটা এন্ট্রী ট্রেনিং ৩০ দিন (১৫ দিন ৩০ ঘন্টা ) ৫,০০০ টাকা ওয়েবসাইট ডিজাইন ট্রেনিং ৯০ দিন (৪৫ দিন ৯০ ঘন্টা ) ১০,০০০ টাকা যে কোন দিন সকাল ১১ টা থেকে রাত ৮ টার মধ্যে আসলে ট্রেনিং শুরু করতে পারেন। ট্রেনিং এর শুরুতেই পেমেন্ট করতে হবে । দয়া করে ট্রেনিং ফি কমাতে বা কিছু পরে নিতে অনুরোধ করবেন না । সমেয়র ব্যাপারে আপনাকে অনেক ছাড় দেব ।

সারা জীবন সহযোগিতা করব । কিন্তু ফি কমাতে বা কিছু পরে নিতে পারব না । আপনাকে বুঝতে হবে যে আমি কাজ করে আয় করি বেশি, ট্রেনিং এ আয় করি কম। যোগাযোগ : এম এয়াকুব চৌধুরী ১২ বছর ধরে ইন্টারনেট মার্কেটিং করছেন। ওয়েবসাইট : বিডিল্যান্স.কম ফোন : ০১৭৪ ৭৪০ ০৮৭০ ঠিকানা : ৩৪৯ আনোয়ার টাওয়ার, ৩য় তলা, ৭-৮ নবাবপুর রোড, ঢাকা ১১০০, বাংলাদেশ।

সদরঘাটের (পুরানো ঢাকা) বাসে উঠে রায় সাহেব বাজার (রায় সা বাজার) নামবেন। ওখান থেকে নবাবপুর রোড ঢুকতেই আনোয়ার টাওয়ার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।