আমাদের কথা খুঁজে নিন

   

আজ খুব পরছে মনে তাকে।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

গগন তীরে চন্দ্রীম রানীর আগমন। জোৎস্নার প্লাবন তাই প্রেম মিলন মগ্নে উন্মাদ এভূবন তবু এক্ষনে তুমি বিনে অশান্ত হৃদয় গাহন। কৃষ্ণচুড়ার রঙিন পাখার দোলা গগন তীরে অগনন্য তারার মেলা। জোনাক মনিদের মিটি মিটি আলোর খেলা আজ মন উতলা কুকিলে কুহু তান ভ্রমরের আবেগময়ী গুন্জনী গান।

মৃদু সমিরনে দক্ষিনে বাতায়ন বেয়ে ভেসে আসা পুস্প সৌরভে আজ মুক্ত এ প্রান। বাড়ন্ত বসন্তের সুমধুর প্রহর। জীবনের জাগরণ দ্বারে দ্বারে দূর নীলিমায় পাখা মেলেছে বিহন্গ। আগুন লেগেছে কৃষ্ণচুড়ার ডালে সর্বত্র আজ শুধু পাওয়াই আর পাওয়া। প্রকৃতির এ পরম অতিসহ্যের মাঝেও আমি আজ কাঁদি, কারণ তুমি ছেরে চলে গেছ আমায়।

আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখ........................ http://www.youtube.com/watch?v=wlkshti9wps

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।