আমাদের কথা খুঁজে নিন

   

১ জন সচেতন মানুষের দৃস্টি আকর্ষন করছি…

এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি

আসলে আমাদের মানে মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত কী? হাজার মনীষী এবং একজন সৎ বিবেকবোধসম্পন্ন মানুষের মতে, আমাদের লক্ষ্য হওয়া উচিত সবসময় নিজের জন্য না ভেবে অন্যদের জন্যও কিছু করা। যারা বঞ্চিত, করতে হবে আমাদের, তাদের জন্য। ঠিক এই মোটিভেশন,এই আদর্শ নিয়েই কয়েকজন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একটা প্লাটফর্মে একত্রে দাঁড়িয়েছে। আর সেই প্লাটফর্মের নাম "মনন"। মনন কাজ করবে পথশিশুদের নিয়ে,কাজ করবে সুবিধাবঞ্চিত সেইসব সাধারণ শিশুদের নিয়ে যারা পড়াশুনা সাধারণত করে না বা ঝরে যায় এবং গেছে।

উদাহরনসরূপ টোকাই, ভাংগারী, শিশু শ্রমিক এ ধরনের শিশু। "মনন'' এমন একটি সংগঠন যেটা একটি মাত্র পাঠাগার দিয়ে শুরু হয়েছিল শুধু একজন শানিত ও স্বপ্রতিভ তরুনের ঐকান্তিক ব্যক্তিগত উদ্যোগে মিরপুর ১ এ। এখন তার বিস্তৃতি বেড়েছে। তারা খুব শীঘ্রই এর স্কুল কার্যক্রম শুরু করতে যাচ্ছে। যেখানে পড়ার সুযোগ পাবে বিনামূল্যে সুবিধাবঞ্চিত শিশুরাও।

স্কুলটির নাম দেয়া হয়েছে "আনন্দপাঠ"। এ নামের স্বার্থকতা হচ্ছে এখানে, গতানুগতিক শেখানোর পদ্ধতির বাইরে গিয়ে মনন শিশুদের আনন্দের মাধ্যমে শেখাবে। এখানে সপ্তাহে ২দিন, শুক্রবার ও শনিবার বিকেল ৪টা ৩০ থেকে ৬টা ৩০ পর্যন্ত ক্লাস নেয়া হবে। বয়সসীমা ৮ থেকে ১৩। শেখানো হবে প্রায়োগিকভাবে।

যাতে একটি শিশু ২ বছর শিখে কিছু করতে পারে। আর দ্বিতীয় উদ্দেশ্য হল,বাংগালী সংস্কৃতির মূলভাবধারা শিশুদের মজ্জায় ঢুকিয়ে দেয়া। তার চিন্তাধারা স্বচ্ছ,উদার আর অন্যায়ের বিরুদ্ধে যেন চিরসোচ্চার থাকতে পারে সেই শিক্ষাই দেবে "মনন"। এখানে শেখানোর মাধ্যম হবে শিক্ষকদের আমরণ আন্তরিকতা যার মাধ্যমে তারা শিশুদের অক্ষরজ্ঞানের পাশপাশি গান, ছবি আকা ইত্যাদিও শেখাবে মনন। এর পাশাপাশি শিশুদেরকে নিয়ে সপ্তাহে ১দিন বাইরে কোন ভাল জায়গায় বেড়াতে যাওয়া (শিক্ষামূলক ভ্রমন), তাদের সাথে খেলাধুলা করা এবং বিশ্ববিখ্যাত চলচিত্র দেখানো ইত্যাদি কার্যক্রমও করবে মনন।

যারা মননের সদস্য মানে আমরা কাল থেকেই সার্ভে শুরু করছি বস্তিতে ঘুরে ঘুরে । সুবিধাবঞ্চিত অন্তত বিশটি শিশুও যদি আমরা পাই যারা পড়ালেখা শিখতে চায়, তাদের নিয়েই আমরা এই স্কুল শুরু করবো। আমি আবারও বলছি এটা সুবিধাবঞ্চিতদের জন্য সম্পূর্ন বিনামূল্যে। মনে রাখবেন, এটা কোন এনজিও দ্বারা চালিত প্রতিষ্ঠান নয়। কয়েকজন মানুষ নি:স্বার্থভাবে এই সংগঠনটি দিনরাত পরিশ্রম করে নিজেদের ব্যক্তিগত অর্থায়নে নিজেদের সন্তানের মত ভালবেসে গড়ে তুলেছে।

আর একটি অতি গুরুত্বপূর্ন তথ্য হল, যেসব বাবা মায়ের সামর্থ্য আছে সেসব বাচ্চারাও পারবে আসতে। তাদের জন্য হবে আলাদা শিফট। মাসে দিতে হবে মাত্র ২৫০ টাকা। শুধু ভর্তির সময় আগাম এক মাসের ফি বেশি দিতে হবে। আমার মনে হয় এত কম টাকায়, এত সৃজনশীল এবং শিক্ষকদের এমন ডেডিকেশন আপনি আর কোথাও পাবেন না।

তারা সাধারণ স্কুলের পাশাপাশি এখানেও আসতে পারবে। তারা একই সাথে গান ও ছবি আকা শিখতে পারবে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে। তাকে আর আলাদাভাবে এ দুটি শেখার জন্য সময় দিতে হবেনা, পৃথক জায়গায় যেতে হবে না। আর কোন বিদ্যালয়ে খেলাধুলা আর ফিল্ম দেখানো সেইসাথে বিশাল পাঠাগার সুবিধা দিয়ে এত কম টাকায় শেখানোর কথা ভাবতে পারে! তাই আজ আমরা সেসব শিশুদের খুঁজছি যারা সুবিধাবঞ্চিত কিন্তু লেখাপড়া শিখতে চায়, সেইসব বাবামাকে খুঁজছি, যারা তার শিশুটিকে গতানুগতিক পদ্ধতির একটু বাইরে গিয়ে শিশুটিকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চায়। আপনারা যারা সুস্থ্ বিবেকবোধসম্পন্ন তাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

যদি মননের সাথে কেউ যুক্ত হতে চান বা কোন সাজেশন অথবা নতুন কোন আইডিয়া কেউ দিতে চান তাহলে মেইল করুন এখানে "মনন" এবং তার "আনন্দপাঠ" সবার আশির্বাদপ্রার্থী। পরবর্তীতে আরো তথ্য আশা করি এ বিষয়ে দেবো। তাই থাকুন আগ্রহীরা দয়া করে আমার সাথে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।